সরদার শুকুর আহমেদ, বাগেরহাট : বাগেরহাটে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা অভিযান চালিয়ে ১ কেজি গাঁজাসহ কামাল ফকির (৪৬) নামে এক মাদককারবারিকে আটক করেছে। 

আজ মঙ্গলবার সকালে সদর উপজেলার রনবিজয়পুর এলাকায় নিজ বাড়ীতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটক কামাল ফকির রনবিজয়পুর এলাকার আকবর ফকিরের ছেলে।

বাগেরহাটের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. বুলু শেখ এ তথ্য নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার সকালে কামাল ফকিরের বসতবাড়িতে অভিযান চালানো হয়। এ সময় তার কাছ থেকে ১ কেজি গাঁজা উদ্ধার করা হয়। বিকালে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে বাগেরহাট মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

(এস/এসপি/নভেম্বর ০৪, ২০২৫)