নগরকান্দা রাস উৎসবে হাজারও ভক্ত সমাবেশ
প্রসেনজিৎ বিশ্বাস, নগরকান্দা : ফরিদপুরের নগরকান্দা উপজেলার ছাগলদী গ্রামের “বিশ্ব মানব ধর্ম সেবা সংঘ” শ্রী শ্রী মা ব্রজেশ্বরী-বাবা যোগানন্দ আশ্রম প্রাঙ্গণে শুরু হয়েছে রাস উৎসব ও বার্ষিক ভক্ত সম্মেলন। তিনদিনব্যাপী এ অনুষ্ঠানকে কেন্দ্র করে ভক্ত-অনুরাগীদের মাঝে দেখা দিয়েছে উৎসবের আমেজ।
শনিবার সন্ধ্যায় আশ্রমে শুভ অধিবাস ও সন্ধ্যা আরতি কীর্তনের মধ্য দিয়ে আনুষ্ঠানিক উদ্বোধন করেন আশ্রম পরিচালনা কমিটির চেয়ারম্যান শ্রী জীবন কৃষ্ণ দাস।
আশ্রম সূত্রে জানা যায়, ১৬, ১৭ ও ১৮ কার্তিক—মোট তিন দিনব্যাপী চলমান এই রাস উৎসবে প্রতিদিন ভোর আরতি, গোষ্ঠ লীলা কীর্তন, বাউল কীর্তন, তত্ত্ব আলোচনা, সন্ধ্যা আরতি, তত্ত্ব কবিতা ও সারা রাতব্যাপী কীর্তন-তত্ত্ব পাঠ অনুষ্ঠিত হবে।
৪ নভেম্বর মঙ্গলবার মূল রাস উৎসবের দিন ভোর ৫টা থেকে শুরু হয়ে রাতব্যাপী ধর্মীয় আলোচনা ও কীর্তন চলবে। ৫ নভেম্বর বুধবার সকাল থেকে ভাই-বোনদের মিলনমেলা, আলোচনা সভা, ভোগ আরতি ও মহাপ্রসাদ বিতরণের আয়োজন রয়েছে।
আশ্রম পরিচালনা কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সভাপতি মলয় কৃষ্ণ বৈরাগী ও সম্পাদক গোপাল চন্দ্র রায় জানিয়েছেন—প্রতিষ্ঠাতা বৈষ্ণবাচার্য শ্রীমৎ স্বামী যোগানন্দ মহারাজ ও মা ব্রজেশ্বরীর প্রদর্শিত মানবকল্যাণের তত্ত্ব মানুষের সামনে তুলে ধরতেই প্রতিবছর এ উৎসবের আয়োজন করা হয়।
উত্তরসূরী শ্রী স্বপন কুমার নাগ (ছোট মামা) বলেন, “সকল সম্প্রদায়ের মানুষই এই উৎসবে উপস্থিত হতে পারবেন। প্রকৃত মানবতত্ত্বের বিকাশ ও বিশুদ্ধ দাম্পত্য প্রেম প্রতিষ্ঠার পথে গুরুশক্তির আলো সবার জন্য। আমরা সবাইকে আমন্ত্রণ জানাই।”
প্রতি বছরের ন্যায় এবারও দূরদূরান্ত থেকে হাজারো ভক্তের উপস্থিতি প্রত্যাশা করছে আশ্রম কর্তৃপক্ষ।
(পিবি/এএস/নভেম্বর ০৫, ২০২৫)
