ঈশ্বরদীতে মাদক বিরোধী অভিযানে মিললো আগ্নেয়াস্ত্র ও গুলি
ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি : ঈশ্বরদীতে মাদকবিরোধী অভিযানের সময় ইয়াবা ও দুটি আগ্নেয়াস্ত্রসহ সোহান কবির (২২) নামে এক যুবককে আটক করেছে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর। মঙ্গলবার (০৪ নভেম্বর) বিকালে উপজেলার পাকশী ইউনিয়নের বাঘইল পশ্চিমপাড়া ঠাকুরবাড়ি এলাকায় সোহানের নিজ বসতবাড়ি থেকে তাকে আটক করেছে ঈশ্বরদী মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর "পাবনা খ" সার্কেলের সদস্যরা।
আটককৃত আসামী সোহান ওই এলাকার মতিয়ার ঘরামীর ছেলে।
মঙ্গলবার সন্ধ্যায় এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেছেন মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর "পাবনা খ" সার্কেলের উপ-পরিচালক শহিদুল মান্নাফ কবির।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে উপ- পরিদর্শক শের আলীর নেতৃত্বে মাদক বিরোধী অভিযান পরিচালনাকালে অভিযুক্ত সোহানের নিজ শয়নকক্ষ তল্লাশি করে দুটি (দেশি ১টি- বিদেশি ১টি) রিভলবার, ৬ রাউন্ড গুলি, ১টি ম্যাগজিন ও ১৭ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে ঈশ্বরদী থানায় অস্ত্র আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে বলে জানান তিনি।
(এসকেকে/এএস/নভেম্বর ০৫, ২০২৫)
