টাঙ্গাইল প্রতিনিধি : টাঙ্গাইলের কালিহাতিতে ট্রাক ও সিএনজির সংঘর্ষে খালেদা আক্তার (৩৯) নামের এক নারী নিহত হয়েছেন। আজ বুধবার সকালে উপজেলার ইছাপুর কবরস্থানের সামনে ময়মনসিংহ-টাঙ্গাইল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত খালেদা আক্তার কালিহাতী উপজেলার রাজাফৈর গ্রামের ছালাম মিয়ার স্ত্রী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে দ্রুতগতির একটি সিএনজি ধাক্কা দিলে সিএনজিতে থাকা চারজন যাত্রী গুরুতর আহত হন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে টাঙ্গাইল সদর হাসপাতালে নেন। আহতদের মধ্যে তিনজনকে ভর্তি করা হয়েছে এবং খালেদা আক্তারকে (৩৯) কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে এলেঙ্গা হাইওয়ে থানার সার্জেন্ট বাহার মিয়া বলেন, ‘দুর্ঘটনায় জড়িত ট্রাক ও সিএনজি আটকের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।’

(এসএম/এসপি/নভেম্বর ০৫, ২০২৫)