রিপন মারমা, রাঙ্গামাটি : রাঙ্গামাটির কাপ্তাই উপজেলায় “সুশাসন প্রতিষ্ঠায় বস্তুনিষ্ঠ সংবাদের গুরুত্ব এবং গুজব প্রতিরোধে গণমাধ্যমের ভূমিকা” শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

চট্টগ্রাম আঞ্চলিক তথ্য অফিস (পিআইডি)-এর আয়োজনে এবং কাপ্তাই তথ্য অফিস ও কাপ্তাই উপজেলা প্রশাসনের সহযোগিতায় আজ বুধবার সকালে কাপ্তাই উপজেলা পরিষদের সম্মেলন কক্ষ ‘কিন্নরী’-তে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এতে কাপ্তাই, রাজস্থলী এবং বিলাইছড়ি উপজেলার প্রিন্ট্র ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকগণ, সরকারি কর্মকর্তা এবং কাপ্তাই উপজেলার সুশীল সমাজের নেতৃস্থানীয় প্রতিনিধিরা অংশ নেন।

কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: রুহুল আমিন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, এসময় তিনি বলেন, গণমাধ্যম রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ। সরকারি কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা প্রতিষ্ঠায় এর ভূমিকা গুরুত্বপূর্ণ।

তিনি আরও বলেন, ‘গণমাধ্যমে জনগণ জানতে পারে সরকারি কার্যক্রম ও নীতিমালা কীভাবে বাস্তবায়িত হচ্ছে। গণতন্ত্র প্রতিষ্ঠায় গণমাধ্যম অপরিহার্য। সেই সঙ্গে সুশাসন নিশ্চিত না হলে গণতন্ত্র টেকসই হয় না।’

প্রধান অতিথি সত্য ও বস্তুনিষ্ঠ তথ্য প্রকাশের মাধ্যমে গণতন্ত্র ও সুশাসন প্রতিষ্ঠায় ভূমিকা রাখতে সাংবাদিকদের আহ্বান জানান।

চট্টগ্রাম আঞ্চলিক তথ্য অফিসের উপ প্রধান তথ্য কর্মকর্তা মো. সাঈদ হাসান এতে সভাপতিত্ব করেন। মতবিনিময় সভায় বিষয়ের উপর মূল প্রবন্ধ উপস্থাপন করেন চট্টগ্রাম আঞ্চলিক তথ্য অফিসের সিনিয়র তথ্য কর্মকর্তা বাপ্পী চক্রবর্তী।

এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, চন্দ্রঘোনা খ্রীস্টিয়ান হাসপাতালের পরিচালক ডা: প্রবীর খিয়াং। স্বাগত বক্তব্য দেন কাপ্তাই সহকারী তথ্য কর্মকর্তা দেলোয়ার হোসেন।

(আরএম/এসপি/নভেম্বর ০৫, ২০২৫)