মোহাম্মদ ইমাম উদ্দিন সুমন, নোয়াখালী : নোয়াখালীর সুবর্ণচর উপজেলার ঐতিহ্যবাহী চর জব্বর ডিগ্রী কলেজে আশার আলো সমাজ কল্যাণ সংগঠনের উদ্যোগে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার চর জব্বর ডিগ্রী কলেজ প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়, বৃক্ষরোপন অনুষ্ঠানের আয়োজন করে আশার আলো সমাজ কল্যাণ সংগঠন।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ফখরুল ইসলাম, স্যার জব্বর ডিগ্রী কলেজের অধ্যক্ষ জামশেদুর রহমান কিসলু, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা খুরশিদ আলম, শহীদ জয়নাল আবেদীন সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী নজরুল ইসলাম, সুবর্ণচর উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক নিজাম উদ্দিন ফারুক, উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক কাজী আতিকুর রহমান অশ্রু, ছাত্রদল নেতা আব্দুল্যাহ আল আরিফ, আশার আলো সমাজ কল্যাণ সংগঠনের সভাপতি সাইফুল ইসলাম রাব্বুল, সাধারন সম্পাদক, দেলোয়ার হোসেন রুবেল, সিনিয়র সহ-সভাপতি জহির উদ্দিন রাকিবসহ আশার আলো সমাজ কল্যাণ সংগঠনের নেতৃবৃন্দ।

পরে বক্তারা ফলজ, বনজ, ফুল, ফলসহ নানক বৃক্ষ রোপণ করেন এবং বট গাছ রোপন করে সবার নজর কাড়েন এবং এলাকায় আলোড়ন সৃষ্টি করেন। নাম দেয়া হয় বটতলী। সংগঠনটি দীর্ঘ ১২-১৩ বছর ধরে বিভিন্ন সামাজিক কার্যক্রম বৃক্ষরোপণ বাল্যবিবাহ প্রতিরোধ মাদক নির্মূল সহ সামাজিক কাজকর্ম তারা করে আসছেন এবং অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করা আসছেন।

(এস/এসপি/নভেম্বর ০৫, ২০২৫)