এইচআরসিবিএম’র প্রতিনিধি দলের বগুড়ার এসপির সাথে সাক্ষাৎ
বিকাশ স্বর্ণকার, সোনাতলা : বগুড়ায় পুলিশ সুপারের কার্যালয় সহ বিভিন্ন ঘটনাস্থল পরিদর্শন করেন (এইচআরসিবিএম) প্রতিনিধি দল। হিউম্যান রাইটস কংগ্রেস ফর বাংলাদেশ মাইনরিটি নামক এই সংস্থার নেতৃত্বে ছিলেন বাংলাদেশ চ্যাপ্টার এর প্রধান ও বর্ষিয়ান মানবাধিকার কর্মী এডভোকেট লাকী বাছাড়। ঢাকা থেকে তিনি সফর সঙ্গীদের নিয়ে গতকাল বুধবার সকালে বগুড়ায় আসেন। এরপর থেকে দিনব্যাপী কর্মব্যস্ত হয়ে পড়েন।
জানা গেছে, গত ২১ অক্টোবর চট্টগ্রাম হতে দুটি নাবালিকা মেয়ে নিখোঁজ হয়। পরবর্তিতে নিকটতম থানায় জিডি করেন পরিবার। এরপর মোবাইল ট্র্যাকিং এর মাধ্যমে ওই অঞ্চলের প্রসাশন জানতে পারেন যে, মেয়ে দুটি বগুড়ায় অবস্থান করছে। মুলত সে বিষয়ে সহযোগিতা চাইতে জেলা পুলিশ সুপারের সাথে তিনার মতবিনিময়। তবে এর পুর্বে মানবাধিকার টিম বগুড়া সদর সার্কেল ও সদর থানার অফিসার ইনচার্জ এর সাথে সাক্ষাৎ করেন।
এছাড়াও তিনি সাংগঠনিক ভিত্তি শক্তিশালী করতে রাজশাহী বিভাগীয় দ্বায়িত্বে থাকা বিকাশ স্বর্ণকার এর নেতৃত্বে সবার সাথে মতবিনিময় করেন সেই সাথে আন্তর্জাতিক কৃষ্ণভাবানামৃত সংঘ ইসকন (আনন্দ মন্দির) পরিদর্শন করেন। সেসময় তিনি মন্দি অধ্যক্ষ খরাজিতা কৃষ্ণদাস ব্রহ্মচারী উপস্থিত ছিলেন।
এসময় উপস্থিত ছিলেন, মানবাধিকার কর্মী আশিষ কুমার অঞ্জন, সবুজ বৈরাগী,বিপুল সাহা, রামচন্দ্র, নন্দলাল রবিদাস, মিলন রবিদাস প্রমূখ।
(বিএস/এসপি/নভেম্বর ০৫, ২০২৫)
