রঘুনাথ খাঁ, সাতক্ষীরা : সাতক্ষীরা সদর উপজেলার দক্ষিণ ফিংড়ি গ্রামের রাধাপদ মণ্ডলের ছেলে ডাঃ সুদীপ মণ্ডলের বাড়িতে হামলা চালিয়ে মারপিট, ভাঙচুর, লুটপাটের ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে পুলিশ আরিফুল গাজী নামের এক আসামীকে গ্রেপ্তার করেছে। আজ বুধবার দুপুরের দিকে তাকে তার বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত আরিফুল গাজী (৩৫) সাতক্ষীরা সদর উপজেলার দক্ষিণ ফিংড়ি গ্রামের আবুল গাজীর ছেলে।

মামলার তদন্তকারি কর্মকর্তা সাতক্ষীরা সদর থানার উপপরিদর্শক আব্দুল্লাহিল আরিফ নিশাত জানান, চাষ করা জমিতে লাগানো নেপিয়ার ঘাস খাওয়ানোকে কেন্দ্র করে গত রবিবার বিকেল তিনটার দিকে দক্ষিণ ফিংড়ি গ্রামের ডাঃ সুদীপ মণ্ডল, তার ছেলে তনয় মণ্ডলের সঙ্গে একই গ্রামের সাইদুর সানার প্রথম দফায় হাতাহাতি ও দ্বিতীয় দফায় সাঈদুর সানার নেতুত্বে ডাঃ সুদীপ মণ্ডলের বাড়ির উচ্চ প্রাচীর টপকে বাড়িতে ঢুকে হামলা চালিয়ে তাপসী দফাদার ও তার ছেলে কলেজ ছাত্র তনয় মণ্ডলকে বাড়ি থেকে তুলে নিয়ে যেয়ে লোহার রড দিয়ে পিটিয়ে নির্যাতনের পর নগদ টাকা, সোনার গহনাসহ চার লাখ ৩০ হাজার টাকার বিভিন্ন মালামাল লুটপাট এবং দেড় লক্ষাধিক টাকার জিনিসপত্র ভাঙচুরের ঘটনায় ৪ অক্টোবর গৃহকর্তা সুদীপ মণ্ডল বাদি হয়ে থানায় মামলা দায়ের করেন।

মামলায় সাঈদুর সানা, তার স্ত্রী জেসমিন আরা ও আরিফুল গাজীসহ ১০জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরো ৪০ জনের নামে থানায় মামলা দায়ের করেন। বুধবার দুপুর ১২টার দিকে এজাহারভুক্ত আসামী আরিফুল গাজীকে তার বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। অন্য আসামীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

(আরকে/এসপি/নভেম্বর ০৫, ২০২৫)