সরদার শুকুর আহমেদ, বাগেরহাট : বাগেরহাটের ফকিরহাট উপজেলার মোড়লডাঙ্গা এলাকায় আজ বুধবার সকালে গলায় ফাঁস দেয়া অবস্থায় মুজিবুর রহমান শেখ (৪৫) এক মাছ ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পরিবারের দাবি তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। নিহত মুজিবুর মাড়লডাঙ্গা গ্রামের গোলাপ শেখের ছেলে। 

অন্যদিকে মঙ্গলবার দিবাগত রাতে বাগেরহাট সদর উপজেলার রনবিজয়পুর গ্রামে স্বামীর ভাড়া বাসা থেকে সাদিয়া আক্তার (৩০) নামের এক গৃহবধূর অর্ধগলিত মরদেহ উদ্ধার উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনার পর স্বামী পারভেজ পলাতক রয়েছে। নিহত গৃহবধূ সাদিয়া জেলার চিতলমারী উপজেলার চরবানিয়ারী গ্রামের মোস্তফা শেখের মেয়ে।

পুলিশ ও স্থানীয়রা জানান, মঙ্গলবার রাত ৮টার দিকে মুজিবুর রহমান শেখকে কে বা কারা বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। তারপর থেকে সে আর বাড়ি ফেরেনি। বুধবার সকাল ১০টার দিকে স্থানীয়রা গলায় ওড়না দিয়ে ফাঁস লাগানো অবস্থায় মুজিবুর রহমানের মরদেহ দেখতে পেয়ে ৯৯৯ এ কল দেয়।

ফকিরহাট থানা পুলিশ উপজেলার মোড়লডাঙ্গা গ্রামের ঘটনাস্থল গিয়ে মরদেহ উদ্ধার করে। নিহতের ভাই জেল্লাল শেখ জানান, তার ভাইকে পরিকল্পিত ভাবে হত্যা করা হয়েছে।

অপরদিকে, মঙ্গলবার দিবাগত রাতে বাগেরহাট সদর উপজেলার রনবিজয়পুর গ্রামে স্বামীর ভাড়া বাসা থেকে সাদিয়া আক্তার (৩০) নামের এক গৃহবধূর অর্ধগলিত মরদেহ উদ্ধার উদ্ধার করেছে পুলিশ। নিহত সাদিয়া তিন বছর ধরে স্বামীর সাথে রনবিজয়পুর গ্রামে স্বামীর ভাড়া বাসা থাকতেন। এঘটনার পর স্বামী পারভেজ পলাতক রয়েছে।

বাগেরহাটের পুলিশ সুপার মো. আসাদুজ্জামান জানান, উদ্ধার হওয়া দুটি মরদেহ বাগেরহাট জেলা ২৫০ বেড হাসপাতাল মর্গে শেষ হয়েছে। ময়না তদন্তের রির্পোট হাতে পেলেই দুজনের মৃত্যুর সঠিক কারন জানা যাবে।

(এস/এসপি/নভেম্বর ০৫, ২০২৫)