রূপক মুখার্জি, নড়াইল : বহুল আলোচিত নড়াইল-২ আসন। এ আসনে ধানের শীষ প্রতীকে মনোনয়নকে পাচ্ছেন- তা নিয়ে চলছে ব্যাপক আলাপ-আলোচনা। তবে এই আসনটি বিএনপি তাদের জোটভুক্ত শরিক দল এনপিপিকে ছেড়ে দিতে পারে-এমনটাই জানিয়েছে কেন্দ্রীয় বিএনপির হাইকমান্ড। এমন খবরে নড়াইল জেলা বিএনপির নেতা-কর্মী ও সমর্থকদের মাঝে চরম হতাশা বিরাজ করছে।

নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে, বিগত আওয়ামী লীগের শাসনামলে বিএনপির সাথে থেকে
যেসব দল যুগপথ আন্দোলন-সংগ্রাম করেছে-সে সব দলের নেতাদের এবার মনোনয়ন দেওয়া হবে। এক্ষেত্রে জাতীয়তাবাদী সমমনা জোটের ১২টি দলের নেতাদের মনোনয়ন দেওয়া হতে পারে বলে খবর চাউর হয়েছে। আর এই মনোনয়ন দৌড়ে নড়াইল-২ আসনে এগিয়ে রয়েছেন জাতীয়তাবাদী সমমনা জোটের অন্যতম শরিক দল ন্যাশনাল পিপলস্ পার্টির (এনপিপি) চেয়ারম্যান, সুপ্রিম কোর্টের অ্যাপিলেট ডিভিশনের সিনিয়র আইনজীবী ড.ফরিদুজ্জামান ফরহাদ।

সর্বশেষ খোঁজ-খবর নিয়ে জানা গেছে, আগামী ৬ নভেম্বর বৃহস্পতিবার বিএনপির হাইকমান্ড তাদের জোটভুক্ত দলের মনোনয়নের বিষয়টি চূড়ান্ত করবে। আর সে ক্ষেত্রে নড়াইল-২ আসনে বিএনপি'র সাথে থাকা ১২ দলীয় জাতীয়তাবাদী সমমনা জোটের অন্যতম শরিক দল এনপিপির চেয়ারম্যান ফরিদুজ্জামান ফরহাদ মনোনয়ন পেতে পারেন। তবে আনুষ্ঠানিক ঘোষণা ছাড়া মনোনয়নের বিষয়ে ধোঁয়াশা রয়েই যাচ্ছে।

নাম প্রকাশ করা হবে না এই শর্তে একজন প্রভাবশালী বিএনপি নেতা জানিয়েছেন, নড়াইল- ২ আসনটি জাতীয় সংসদ নির্বাচনে একটি আলোচিত সংসদীয় আসন। এই আসনে বিএনপির জোটভুক্ত শরিক দলের প্রার্থীকে ধানের শীষের মনোনয়ন দিলে আসনটি বিএনপির হাত ছাড়া হয়ে যেতে পারে। আর সে ক্ষেত্রে জামায়াতের প্রার্থী জয়লাভ করলে অবাক হওয়ার কিছু নেই।

জেলা বিএনপি'র আরেকজন নেতা নাম প্রকাশ না করার শর্তে এই আরও জানিয়েছেন, নড়াইল-২ আসনে ধানের শীষ প্রতীকে লোহাগড়া থেকে ইতনার সৌমেন সাহা প্রার্থী হতে পারেন। তিনি বাংলাদেশে নিযুক্ত ভারতের সাবেক রাষ্ট্রদূত হর্ষবর্ধন শ্রিংলার আস্হাভাজন বলে জানা গেছে। নতুন এই প্রার্থী ইতিমধ্যে লন্ডনে গিয়ে বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে সাক্ষাৎ করেছেন এবং তিনি নড়াইল- ২ আসনে মনোনয়ন চেয়েছেন।

এ আসনে উল্লেখযোগ্য সংখ্যক সনাতন ধর্মাবলম্বী ভোটার হওয়ায় সৌমেন সাহা প্রার্থী হচ্ছেন বলে জানা গেছে।

সব কিছু মিলে, আলোচিত নড়াইল- ২ আসনে মনোনয়ন নিয়ে বাড়ছে ব্যাপক জল্পনা কল্পনা। আর এ সংক্রান্ত আলাপ-আলোচনায় মুখর নড়াইল জনপদ।

(আরএম/এসপি/নভেম্বর ০৫, ২০২৫)