মুন্সীগঞ্জ-১ আসনে বিএনপির মনোনয়ন পুনর্বিবেচনার দাবিতে বিক্ষোভ
শ্রীনগর প্রতিনিধি : মুন্সীগঞ্জ-১ আসনে বিএনপি ঘোষিত মনোনয়ন পুনর্বিবেচনার দাবিতে বিক্ষোভ করছে মুন্সীগঞ্জ জেলা বিএনপির সদস্য আলহাজ্ব মমিন আলীর অনুসারী ও উপজেলা বিএনপির কয়েশত নেতাকর্মী।
আজ বুধবার দুপুরের দিকে তারা ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের পাশে মুন্সিগঞ্জের শ্রীনগরের ছনবাড়ী এলাকায় ওই বিক্ষোভ কর্মসূচি শুরু করেন।
এই আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশি শ্রীনগর উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও মুন্সীগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মমিন আলীর কয়েক শত কর্মী সমর্থকরা অংশ নিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন।
এর আগে মনোনয়ন পুনর্বিবেচনার দাবীতে শ্রীনগরের চকবাজার এলাকায় বিভিন্ন ইউনিয়ন থেকে নেতাকর্মীরা এসে জড়ো হতে থাকে। পরে সেখান থেকে বিএনপির মনোনয়ন প্রত্যাশী মমিন আলীর নেতৃত্বে নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল নিয়ে শ্রীনগরের ছনবাড়ী এলাকায় ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ের পাশে অবস্থান নেয়।
উপস্থিত নেতাকর্মীরা অভিযোগ করেন ওই আসনটিতে দলের ত্যাগী নেতা মমিন আলীকে বঞ্চিত করা হয়েছে। তারা বলেন, দলের কঠিন সময়ে মমিন আলী তৃণমূলের নেতাকর্মীদের সংগঠিত রেখে দলকে উজ্জীবিত রেখেছেন। সে সময়ে যাকে নেতাকর্মীরা পাশে পায়নি এমন একজনকে দল মনোনয়ন দিয়েছে। এ কারণে ওই সিদ্ধান্ত পুনর্বিবেচনা করার দাবী জানান তারা।
পরে শ্রীনগরের ডাকবাংলোতে বিএনপির কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু নেতাকর্মী নিয়ে মমিন আলী সাথে মিছিল নিয়ে মিলিত হন।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, সিরাজদিখান উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুল কুদ্দুস ধীরণ,শ্রীনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তাজুল ইসলাম, উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মতিউর রহমান মতিন প্রমুখ।
এর আগে এই আসনটিতে সিরাজদিখান উপজেলা বিএনপির সভাপতি শিল্পপতি শেখ মোহাম্মদ আব্দুল্লাহকে দলীয় ভাবে মনোনয়ন দেয়া হয়।
(এআই/এসপি/নভেম্বর ০৫, ২০২৫)
