‘আল্লাহ কখনোই আমায় নিরাশ করেননি’
স্পোর্টস ডেস্ক : বাংলাদেশের অলরাউন্ডার মেহেদী হাসান কঠিন সময়েও হার মানেননি বিশ্বাসে। সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক গভীর আত্মপ্রত্যয়ের বার্তা দিয়েছেন তিনি; সব পরিস্থিতিতে আল্লাহর ওপর ভরসা রাখার আহ্বান জানিয়ে।
মেহেদী লেখেন, ‘আল্লাহ কখনোই আমায় নিরাশ করেননি। আল্লাহর হিসাব দীর্ঘমেয়াদি, স্বল্পমেয়াদি নয়। মানব মস্তিষ্ক তার হিসাব রিড করতে পারবে না। তার ওপর সব ছেড়ে দিয়ে পথ চলায় একটা অন্য প্রশান্তি আছে।’
তার এই বার্তায় ফুটে উঠেছে দৃঢ় মানসিকতা ও গভীর ঈমান। ক্রিকেট মহলে অনেকে মনে করছেন, সাম্প্রতিক সময়ের জাতীয় দলে অনিয়মিত হয়ে পড়া ও পারফরম্যান্সের ওঠানামার মধ্যেও নিজের মনের অবস্থা ও বিশ্বাসের প্রতিফলন ঘটিয়েছেন মেহেদী।
তবে সরাসরি কোনো ম্যাচ, পারফরম্যান্স বা নির্বাচনের প্রসঙ্গ উল্লেখ করেননি তিনি।
বর্তমানে জাতীয় দলে নিয়মিত নন মেহেদী হাসান, কিন্তু ঘরোয়া ক্রিকেটে তার পারফরম্যান্স ধারাবাহিক। মাঠে লড়াই যেমন চলছে, তেমনি নিজের বিশ্বাসেও লড়ে যাচ্ছেন তিনি; সবকিছুর ওপরে ভরসা রাখছেন সৃষ্টিকর্তার ওপরই।
(ওএস/এএস/নভেম্বর ০৬, ২০২৫)
