দিলীপ চন্দ, ফরিদপুর : ফরিদপুরে আনুমানিক এক লক্ষ আশি হাজার টাকা মূল্যের ছয় কেজি গাঁজাসহ মো. জাহাঙ্গীর আলম (৩৫) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১০।

র‌্যাব-১০ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, বুধবার দিবাগত রাত ২টা ১০ মিনিটের সময় ফরিদপুর জেলার কোতয়ালী থানাধীন মুন্সীবাজার এলাকায় ঢাকা-মাগুরাগামী মহাসড়কে র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে ছয় কেজি গাঁজাসহ জাহাঙ্গীর আলমকে হাতেনাতে গ্রেফতার করা হয়। উদ্ধারকৃত গাঁজার আনুমানিক বাজারমূল্য এক লক্ষ আশি হাজার টাকা।

গ্রেফতারকৃত জাহাঙ্গীর আলমের পিতা মো. হযরত আলী। তিনি খাগড়াছড়ি জেলার দিঘিনালা থানার বেতছড়ি গ্রামের বাসিন্দা।

র‌্যাব জানায়, জাহাঙ্গীর আলম একজন পেশাদার মাদক ব্যবসায়ী। তিনি দীর্ঘদিন ধরে দেশের সীমান্তবর্তী অঞ্চল থেকে অবৈধভাবে গাঁজাসহ বিভিন্ন মাদকদ্রব্য সংগ্রহ করে ফরিদপুর, রাজবাড়ী, মাগুরা ও ঝিনাইদহসহ দেশের বিভিন্ন জেলায় সরবরাহ করে আসছিলেন। তার বিরুদ্ধে খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা থানায় পূর্বেও একটি মাদক মামলা রয়েছে।

উদ্ধারকৃত মাদকসহ গ্রেফতারকৃত জাহাঙ্গীর আলমকে ফরিদপুর কোতয়ালী থানায় হস্তান্তর করা হয়েছে এবং তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন।

র‌্যাবের বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, “মাদক সমাজের সবচেয়ে ভয়াবহ বিষফোঁড়া। এটি যুব সমাজকে ধ্বংস করছে, পরিবারে অস্থিরতা সৃষ্টি করছে এবং রাষ্ট্রীয় নিরাপত্তাকে হুমকির মুখে ফেলছে।”

র‌্যাব-১০ দৃঢ়ভাবে বিশ্বাস করে, মাদক নির্মূলে “জিরো টলারেন্স” নীতি বাস্তবায়নের মাধ্যমেই সমাজে শান্তি ও উন্নয়ন সম্ভব। ভবিষ্যতেও মাদক, অস্ত্র, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে বলে জানায় সংস্থাটি।

(ডিসি/এএস/নভেম্বর ০৬, ২০২৫)