কাপাসিয়ায় 'বাসার' আয়োজনে বিতর্ক প্রতিযোগিতা
সঞ্জীব কুমার দাস, কাপাসিয়া : পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন ও বাসার ফাউন্ডেশন এর সহযোগিতায় আজ বৃহস্পতিবার কাপাসিয়া উপজেলা পরিষদের হল রুমে সমৃদ্ধি কর্মসুচির আওতায় বাংলাদেশ তারুণ্যের উৎসবে বিতর্ক ও সাংস্কৃতিক প্রতিযোগিতা আয়োজন করেন।
বাসার উপ-পরিচালক ডাঃ সামিয়া ইসলামের সভাপতিত্বে ও এজি এম জাকির হোসেন এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার ডাঃ তামান্না তাসনীম।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, কাপাসিয়া উপজেলা মাধ্যামিক শিক্ষা অফিসার এম এ গনি, উপজেলা যুব উন্নয়ন অফিসার এম এ আজিজ, কাপাসয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো.মাহমুদুল রহমান, প্রোগ্রাম কোঅডিনেটর রাজু আহাম্মদ, গোলাম মাহমুদ মোস্তফা, মো. সাইদুর রহমান, সবুজ মন্ডল, খুকু মনি অধিকারী, কাপাসিয়া ডিগ্রি কলেজের প্রভাষক আনোয়ার সাদেক, সাংবাদিক সঞ্জীব কুমার দাস, সাংবাদিক সাইফুল ইসলাম শাহীন, সাংবাদিক বেলায়েত হোসেন শামীম প্রমুখ।
বিতর্ক প্রতিযোগিতায় কাপাসিয়া ডিগ্রি কলেজের ছাত্র ছাত্রীরা অংশ নেন, এছাড়া সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত পরিবেশ করেন কাপাসিয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা।
(এসকেডি/এএস/নভেম্বর ০৬, ২০২৫)
