সুবর্ণচরে বেকার যুবকদের প্রশিক্ষণ কোর্স অনুষ্ঠিত
মোঃ ইমাম উদ্দিন সুমন, নোয়াখালী : "প্রযুক্তি নির্ভর যুব শক্তি, বহু পাক্ষিক অংশীদারীত্বের অগ্রগতি" স্লোগানকে সামনে রেখে নোয়াখালী সুবর্ণচর উপজেলার যুব উন্নয়ন অধিদপ্তরের পরিচালনায় এবং যুব ফ্রেন্ডস ভিশনের সৌজন্যে বসত বাড়ীতে সবজি চাষ বিষয়ক ৭ দিন ব্যাপী উপজেলা পর্যায়ে বেকার যুবকদের অপ্রাতিষ্ঠানিক প্রশিক্ষন কোর্চ অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বুধবার জুবলী স্কুল এন্ড কলেজে অনুষ্ঠানের আয়োজন করে যুব ফ্রেন্ডস ভিশন ২০২৫।
জুবলী স্কুল এন্ড কলেজে ম্যানেজিং কমিটির সদস্য এমএসআই শাহীনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, সুবর্ণচর উপজেলা নির্বাহী অফিসার রাবেয়া আসফার সায়মা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নোয়াখালী জেলা কৃষকদলের সাবেক সাধারন সম্পাদক জামাল উদ্দিন গাজী, সুবর্ণচর উপজেলা কৃষিঅফিসার হরুন অর রশিদ, সুবর্ণচর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা খুরশিদ আলম, জুবলী স্কুল এন্ড কলেজে ম্যানেজিং কমিটির সভাপতি হেলাল উদ্দিন, জুবলী স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক ওয়াহিদ উদ্দিন প্রমূখ। পরে অতিথিরা প্রশিক্ষনার্থীদের মাঝে সার্টিফিকেট ও ক্রেষ্ট তুলে দেন।
(এস/এসপি/নভেম্বর ০৬, ২০২৫)
