নড়াইলে ব্যবসায়ী জগবন্ধু কুন্ডু'র ওপর দুর্বৃত্তদের হামলা, থানায় অভিযোগ
রূপক মুখার্জি, নড়াইল : নড়াইলের লোহাগড়া বাজারের শিল্পী সুইটসে্র মালিক ও সাবেক কাউন্সিলর জগবন্ধু কুন্ডু'র ওপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে।
বুধবার (০৫ নভেম্বর) রাত ৯ টার দিকে লোহাগড়া পৌর শহরের পোদ্দারপাড়া জামে মসজিদের সামনে এ হামলার ঘটনা ঘটে। জগবন্ধু কুন্ডু শহরের ১ নম্বর ওয়ার্ডের ছাতড়া গ্রামের মৃত কানাই লাল কুন্ডুর ছেলে।
জানা গেছে , কাজ শেষে জগবন্ধু মিষ্টির দোকান বন্ধ করে মোটরসাইকেল যোগে বাড়িতে ফেরার পথে পোদ্দারপাড়া জামে মসজিদের সামনে পৌঁছালে ৩/৪ জন মাস্ক পরা দূর্বৃত্তের দল লাঠি সোঠা দিয়ে পিছন থেকে অতর্কিত হামলা চালিয়ে মারপিট করে পালিয়ে যায়।
এ ঘটনার পর স্থানীয়রা জগবন্ধু কুন্ডুকে আহত অবস্থায় লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে সেখানে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা প্রদান করেন। পরবর্তীতে রাতেই তিনি লোহাগড়া থানায় একটি অভিযোগ দায়ের করেন।
এ বিষয়ে লোহাগড়া থানার (পৌর সভার বিট অফিসার) এস আই তরুন বলেন অভিযোগ পেয়েছি তদন্ত করে প্রকৃত আসামিদের দ্রুত আইনের আওতায় আনা হবে।
উল্লেখ্য, এর আগে একই গ্রামের প্রবীণ ব্যবসায়ী নিমাই কুন্ডু, জগবন্ধুর ভাই প্রবীর কুন্ডু ওরফে মদন এবং সর্বশেষ জগবন্ধু কুন্ডু সন্ত্রাসী হামলার শিকার হলেন। এসব হামলার ঘটনায় ছাতড়া গ্রামের সনাতন ধর্মাবলম্বীদের মাঝে ভয় ও আতঙ্ক বিরাজ করছে।
(আরএম/এসপি/নভেম্বর ০৬, ২০২৫)
