ঐক্যমত কমিশন রাজনৈতিক দলকে খেলনা মনে করে: ফখরুল
স্বাধীন মুহাম্মদ আব্দুল্লাহ, যশোর : বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ঐক্যমত কমিশন সঠিক কাজটি করেনি। তারা রাজনৈতিক দলকে খেলনা মনে করে। তাদের মূল দায়িত্ব ছিল রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্যমত প্রতিষ্ঠা করা। সব দলের মতামত নিয়ে তারা সিদ্ধান্ত নিয়েছেন। কিন্তু তারা কোনো কোনো রাজনৈতিক দলের হয়ে পক্ষপাতিত্ব করছেন। এখন তারা বলছেন রাজনৈতিক দলগুলো গণভোটের সিদ্ধান্ত নিবে। তাহলে ঐক্যমত কমিশন এতদিন টাকা খরচ করে কি করল?
আজ বৃহস্পতিবার বিকেলে যশোর টাউনহল ময়দানে সাবেক মন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য তরিকুল ইসলামের সপ্তম মৃত্যুবার্ষিকীতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।
মির্জা ফখরুল পরিষ্কারভাবে বলেন, আমরা পরিস্কার ভাবে বলতে চাই সংসদ নির্বাচনের দিন গণভোট হবে। তিনি বলেন, যে যে বিষয়ে ঐক্যমত হয়েছে, আন্তবর্তী সরকার সে সে বিষয়ে সংস্কার করবেন। নির্বাচনের পর নির্বাচিত সরকার এসে পরবর্তীতে সংস্কার কাজ সম্পন্ন করবে। অন্যথায় এই সরকার ব্যর্থ সরকারে পরিণত হবে। বিএনপি কোনো ভেসে আসা রাজনৈতিক দল নয়। বিএনপি এদেশের জনগণের ঘরোনার দল। আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়ার দল, জিয়াউর রহমানের দল।
বিএনপি মহাসচিব প্রয়াত নেতা তরিকুল ইসলামকে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তিনি বলেন, তরিকুল ইসলাম ছাত্র রাজনীতি থেকে উঠে আসা একজন আপাদমস্ত রাজনৈতিক ব্যক্তি। গণতান্ত্রীক সংগ্রামে তিনি বহুবার হামলা, মামলা ও কারাবরণ করেছেন।
স্মরণসভা অনুষ্ঠান ও দোয়া মাহফিলে আরও উপস্থিত ছিলেন, বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপিকা নার্গিস বেগম, খুলনা বিভাগের সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত, সাবেক ছাত্রদলের সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণ, কেন্দ্রীয় কমিটির সদস্য সাবিরা নাজমুল মুন্নি, আবুল হোসেন আজাদ, জেলা বিএনপির সভাপতি সৈয়দ সাবেরুল হক সাবু, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকনসহ স্থানীয় ও কেন্দ্রীয় নেতৃবৃন্দ।
(এসএ/এসপি/নভেম্বর ০৬, ২০২৫)
