বাগেরহাটে দলিত সম্প্রদায়ের সাথে বিএনপির নির্বাচনী সভা
সরদার শুকুর আহমেদ, বাগেরহাট : বাগেরহাটের রামপাল উপজেলায় দলিত সম্প্রদায়ের সাথে নির্বাচনী সভা করেছে বিএনপি।
আজ বৃহস্পতিবার বিকালে উপজেলার ফয়লাহাট বাসস্টান্ডে এ আলোচনা সভায় প্রধান অথিতির বক্তব্য রাখেন ফকিরহাট-রামপাল-মোংলা আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী লায়ন ড. শেখ ফরিদুল ইসলাম।
অনুষ্ঠানে বিএনপি নেতা ড. ফরিদ বলেন, সমাজের সব ধর্ম-বর্ণ ও গোত্রের মানুষ এদেশের নাগরিক। সমাজে সহাবস্থানের মাধ্যমে সবাই রাষ্ট্রের কাছে সমান। আমরা সবাই মানুষ। আমাদের এ দেশকে এগিয়ে নিতে হলে সবাইকে কাঁধে কাঁধ মিলিয়ে এগিয়ে যেতে হবে। সমাজের সুবিধা বঞ্চিত মানুষের জন্য কর্মসংস্থান, তাদের লেখাপড়া নিয়ে বিএনপি কাজ করছে। আগামীতে বিএনপি সরকারে গেলে সমাজের পিছিয়ে পড়া মানুষের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করবে। যা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তার রাষ্ট্র মেরামতের ৩১ দফায় স্পষ্ট করেছেন। এসময়ে তিনি আগত দলিত সম্প্রদায়ের নারী ও পুরুষের কথা শোনেন এবং তাদের পাশে থাকার আশ্বাস দেন এই নেতা। অনুষ্ঠানে দলিত সম্প্রদায়ের বিপুল সংখক নারী ও পুরুষ উপস্থিত ছিলেন।
(এস/এসপি/নভেম্বর ০৬, ২০২৫)
