তুষার বিশ্বাস, গোপালগঞ্জ : টুঙ্গিপাড়ায় সন্ত্রাসবিরোধী মামলায় সাংবাদিক মেহেদী গ্রেপ্তার গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানায় সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় গণমাধ্যমকর্মী মেহেদী হাসানকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (৫ নভেম্বর) দিবাগত রাত ৩ টার দিকে টুঙ্গিপাড়া উপজেলার গিমাডাঙ্গা পৌর এলাকার বাসা থেকে তাকে টুঙ্গিপাড়া থানা পুলিশ গ্রেপ্তার করে।

মেহেদী হাসান দৈনিক কালবেলা পত্রিকার টুঙ্গিপাড়া উপজেলা প্রতিনিধি ও অনলাইন নিউজ পোর্টাল নবধারার সম্পাদক ও প্রকাশক। আজ বৃহস্পতিবার বিকালে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

এতথ্য নিশ্চিত করেছেন টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল ইসলাম জাহাঙ্গীর।

তিনি বলেন, গত ১৭ ফেব্রুয়ারি সন্ধ্যায় টুঙ্গিপাড়া উপজেলার ডুমুরিয়া ইউনিয়নের পাকুড়তিয়া বাজারে নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের পক্ষ থেকে মশাল মিছিল বের করা হয়। এ সময় নেতাকর্মীরা লাঠিসোটা, লোহার রড দিয়ে দোকানপাট ভাঙচুর করে ও রাস্তার পাশে থাকা পরিত্যক্ত টায়ারে আগুন ধরিয়ে দেয়। এতে মেহেদী হাসানের সংশ্লিষ্টতা থাকায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার বিকালে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

ওই কর্মকর্তা আরো জানান, পরিত্যক্ত টায়ারে আগুন ধরিয়ে দেয়ার পর এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে গেলে আসামিরা ইট-পাটকেল নিক্ষেপ করে পুলিশের ওপর অতর্কিত হামলা চালায়। এঘটনার পরের দিন ১৮ ফেব্রুয়ারি টুঙ্গিপাড়া থানার উপ-পরিদর্শক (এসআই) আকরাম হোসেন বাদী হয়ে ৫১ জনের নাম উল্লেখ ও অজ্ঞাতনামা ২শ’ জনকে অজ্ঞাত আসামি করে মামলা দায়ের করেন।

এদিকে মেহেদী হাসানের গ্রেপ্তারে উদ্বেগ প্রকাশ করেছে গোপালগঞ্জ জেলা ও টুঙ্গিপাড়া উপজেলায় কর্মরত গণমাধ্যম কর্মীরা।

গাড়ি ভাঙচুর মামলায় দুই আ.লীগ নেতা কারাগারে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় পুলিশের উপর হামলা, গাড়ি ভাংচুর ও আওয়ামী লীগের ডাকা হরতালের সমর্থনে মশাল মিছিল মামলায় দুই আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার রাতে পৃথক স্থান থেকে তাদের গ্রেপ্তার করা হয়। বৃহস্পতিবার দুপুরে আদালতের মাধ্যমে গোপালগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন টুঙ্গিপাড়া পৌর আওয়ামী লীগের প্রচার সম্পাদক সৈয়দ শামিম হাসান (৪০) ও ১ নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি আজিজুল হক (৫৫)।

এতথ্য নিশ্চিত করেছেন টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল ইসলাম জাহাঙ্গীর।

তিনি বলেন, গত ২ ফেব্রুয়ারি উপজেলার বাঘিয়ারঘাট স্কুল এন্ড কলেজের সামনে আওয়ামী লীগ সন্দেহে আটক ব্যক্তিকে ছিনিয়ে নিতে পুলিশের উপর হামলা, গাড়ি ভাঙচুর ও আওয়ামী লীগের ডাকা হরতালের সমর্থনে হওয়া মশাল মিছিল মামলায় তাদের সংশ্লিষ্টতা থাকায় গ্রেপ্তার করে পুলিশ। বুধবার রাতে টুঙ্গিপাড়া পৌর আওয়ামী লীগের প্রচার সম্পাদক সৈয়দ শামিম হাসানকে পাটগাতী বাসস্ট্যান্ড ও ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি আজিজুল হককে পাঁচকাহনিয়া থেকে গ্রেপ্তার করা হয়। বৃহস্পতিবার দুপুরে তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ২ ফেব্রুয়ারি বাঘিয়ারঘাট স্কুল এ্যন্ড কলেজের সামনের আওয়ামী লীগের ডাকা কর্মসূচির লিফলেট বিতরণ করার সময় আওয়ামী লীগ সন্দেহে আটক সাফায়েত গাজীকে ছাড়িয়ে নিতে পুলিশের উপর হামলা ও গাড়ি ভাঙচুর করে স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা। এ ঘটনায় ৩ ফেব্রুয়ারি দুপুরে ১০৫ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত ৪৫০ জনকে আসামি করে টুঙ্গিপাড়া থানা একটি মামলা করেন এসআই রাব্বি মোরসালিন। এছাড়া গত ১৭ ফেব্রুয়ারি ধানমন্ডি ৩২ নম্বর বাড়ি ভাংচুর ও শেখ হাসিনাসহ নেতাকর্মীদের নামে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে ডাকা হরতালের সমর্থনে ডুমুরিয়া ইউনিয়নের পাকুরতিয়া বাজারে মশাল মিছিল বের করে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। পরদিন এঘটনায় টুঙ্গিপাড়া থানায় সন্ত্রাস বিরোধী আইনে আরও একটি মামলা করেন এসআই মোসলেম আলী। এতে ৫১ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত ২ শ’ জনকে আসামি করা হয়।

(টিবি/এসপি/নভেম্বর ০৬, ২০২৫)