দিনাজপুর- ২ আসনে বিএনপির মনোনয়ন বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল সমাবেশ
শাহ্ আলম শাহী, দিনাজপুর : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুর- ২ ( বিরল-বোচাগঞ্জ) আসনে সাদিক রিয়াজ চৌধুরী পিনাকের বিএনপি'র ধানের শীষ প্রতীক মনোনয়ন বাতিলের দাবিতে সড়ক অবরোধ, মানব্বন্ধন, মিছিল ও বিক্ষোভ সমাবেশ করেছে আ.ন.ম.বজলুর রশিদ কালুর সমর্থকরা।
আজ বৃহস্পতিবার দুুপুরের দিকে দিনাজপুরের বিরল উপজেলার চৌরঙ্গী বাজারে সড়ক অবরোধ করে মানব্বন্ধন, মিছিল ও বিক্ষোভ সমাবেশ করেছে বিরল উপজেলা বিএনপির ত্যাগি নেতা ও জেলা বিএনপি'র যুগ্ন সম্পাদক আ.ন.ম বজলুর রশিদ কালুর সমর্থকরা।
এ সময় বিএনপি'র সদ্য মনোনীত প্রার্থী সাদিক রিয়াজ পিনাকের মনোনয়ন বাতিলের দাবি জানিয়ে বিক্ষোভ করে বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতা-কর্মী ও সমর্থকরা।
সমাবেশে বিক্ষোভকারীরা "হটাও পিনাক চৌধুরী, বাঁচাও ধানের শীষ, কালু ভাইকে চাই- কালু ভাই ছাড়া বিএনপিতে ত্যাগি নেতা নেই, অনুপ্রবেশকারি হাইব্রীড নেতা তাড়াও-বিএনপিকে বাঁচাও, আওয়ামী লীগের দালাল পিনাক চৌধুরীর মনোনয়ন বাতিল চাই, বিএনপিকে বাঁচাতে এর বিকল্প নেই" বলে স্লোগান তোলেন।
সমাবেশে বক্তারা বলেন, দিনাজপুর- ২ আসনে যেভাবে মনোনয়ন দেয়া হয়েছে, 'দলীয় জনমতের পরিপন্থী। আমরা এই মনোনয়ন অবিলম্বে বাতিলের দাবি জানাচ্ছি। অন্যথায় কঠোর আন্দোলন হবে,এ আসনে বিএনপির করুন দশা হবে।'
বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন, বিরল উপজেলা বিএনপি'র নেতা ইসকান্দার হাসান। বক্তব্য রাখেন, আবুল চকালাম আজাদ, মাহমুদ আলম মাদুল,হোসেন আলীসহ অন্যরা।
অন্যদিকে সকালে বিরল উপজেলা মোড় ও বিকেলে বোচাগঞ্জ উপজেলায় দিনাজপুর -২ (বিরল- বোচাগঞ্জ) আসনে সাদিক রিয়াজ চৌধুরী পিনাকের বিএনপি'র ধানের শীষ প্রতীক মনোনয়ন বাতিলের
দাবিতে সড়ক অবরোধ, মানব্বন্ধন, মিছিল ও বিক্ষোভ সমাবেশ করেছে বিএনপি নেতা-কর্মীরা।
(এসএস/এসপি/নভেম্বর ০৬, ২০২৫)
