চাটমোহর প্রতিনিধি : পাবনার চাটমোহর কৃষি প্রণোদনার কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক ১০ হাজার ১ শত কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। 

আজ বৃহস্পতিবার সকালে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এ কার্যক্রমের উদ্বোধন করেন প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা মুসা নাসের চৌধুরী।

উপজেলা কৃষি কর্মকর্তা কুন্তলা ঘোষের সভাপতিত্বে ও কৃষি সম্পসারণ কর্মকর্তা শোয়েব রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন, প্রেসক্লাবের সভাপতি হেলালুর রহমান জুয়েল, অতিরিক্ত কৃষি কর্মকর্তা মামুনূর রশীদ, ভেটেরিনারি সার্জন উম্মে আরেফিন, চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুরুল আলম, সমাজসেবা কর্মকর্তা সোহেল রানা আইসিটি কর্মকর্তা আব্দুল্লাহ আল নোমান প্রমূখ।

উপজেলা কৃষি কর্মকর্তা কুন্তলা ঘোষ জানান, শীতকালীন পেঁয়াজ, সরিষা, গম, মশুর, খেসারী, সূর্যমুখী, অড়হড় ফসলের উৎপাদন বৃদ্ধির লক্ষ্য ক্ষুদ্র ও প্রন্তিক ১০ হাজার ১ শত কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হচ্ছে।

(এসএইচ/এসপি/নভেম্বর ০৬, ২০২৫)