রাজবাড়ী প্রতিনিধি : রাজবাড়ীর পাংশায় ডাকাতি ও চাঁদাবাজি মামলার বাদী শিক্ষককে মারপিট ও পুলিশের উপর সন্ত্রাসী হামলার স্থান পরিদর্শন করেছে ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডি আই জি মো: মোস্তাফিজুর রহমান। 

বৃহস্পতিবার (৬ নভেম্বর) বিকেল ৫ টার দিকে উপজেলার পাট্টা বিলপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় এলাকায় গিয়ে স্থানীয় সাধারণ মানুষের সাথে কথা বলেন তিনি।

এসময় রাজবাড়ী পুলিশ সুপার মোঃ কামরুল ইসলাম,সহকারী পুলিশ সুপার (পাংশা সার্কেল) দেবব্রত সরকার, পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সালাউদ্দিন উপস্থিত ছিলেন।

এর আগে গত শনিবার রাত সাড়ে ১১ টার দিকে পাট্টা জোনা উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক সমোর কুমার দাসের বাড়িতে চার জন অস্ত্রধারী ডাকাত মুখোশ পরে প্রবেশ করে, নগদ অর্থ ও মালামাল লুট করে নিয়ে যায়। একদিন পরে শিক্ষক সমোর কুমার দাস বাদী হয়ে পাংশা মডেল থানায় লিখত অভিযোগ দায়ের করে। এর পর গত বুধবার দুপুরে শিক্ষক সমোর কুমার দাসে কে সন্ত্রাসীরা হাতুড়ি ও লোহার রড় দিয়ে মারপিট করে। পুলিশ ঘটনাস্থলে পৌছালে অস্ত্রধারী ওই সন্ত্রাসীরা পুলিশকে লক্ষ্য করে আগ্নেয়াস্ত্র দিয়ে গুলি, ককটেল বিস্ফোরক ও ইট-পাটকেল নিক্ষেপ করে। এতে দুই পুলিশ সহ আকুল (৫৫) নামের একজন ব্যক্তি সন্ত্রাসীদের ছোড়া ছড়রা গুলিতে আহত হন।

এসময় ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডি আই জি মো: মোস্তাফিজুর রহমান বলেন, এলাকার মানুষ যাতে নিরাপদ ও শান্তিতে বসবাস করতে পারে সেজন্য পুলিশ কাজ করছে। এছাড়াও ডাকাতির ঘটনা নিয়ে পুলিশ কাজ করছে ইতিমধ্যে তিন জনকে গ্রেফতার করা হয়েছে। বাকিদের গ্রেফতার অভিযান চলমান রয়েছে।

(একে/ওএস/নভেম্বর ০৬, ২০২৫)