‘বিএনপি-জামায়াতের বাইরে হতে পারে ৯ দলীয় জোট’
স্টাফ রিপোর্টার : বিএনপি ও জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন জোটের বাইরে তৃতীয় আরেকটি রাজনৈতিক বলয় গড়ে তোলার চেষ্টা করছে ৯টি রাজনৈতিক দল। নতুন এই জোট গড়ার প্রক্রিয়া অনেক দূর এগিয়েছে। নতুন জোটে রয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি), গণঅধিকার পরিষদ এবং গণতন্ত্র মঞ্চের ৬টি রাজনৈতিক দল।
বৃহস্পতিবার (৬ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর বাংলামোটরে এনসিপির অস্থায়ী কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী জানান, নয় দলের একটা জোট হওয়ার বিষয়ে আলোচনা চলছে। গণতন্ত্র মঞ্চের ৬ দল এবং জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি), গণঅধিকার পরিষদের নতুন একটি রাজনৈতিক জোট হওয়ার সম্ভাবনা রয়েছে।
তবে বিএনপি-জামায়াতের সঙ্গেও জোটের সম্ভাবনার কথা জানিয়ে এনসিপি নেতা নাসীরুদ্দীন জানান, জুলাই সনদ ও সংস্কার বাস্তবায়নের নিশ্চয়তা পেলে বিএনপি কিংবা জামায়াতে ইসলামীর সঙ্গেও জোটে যেতে পারে জাতীয় নাগরিক পার্টি।
গণতন্ত্র মঞ্চভুক্ত ছয়টি দলের মধ্যে রয়েছে—গণসংহতি আন্দোলন, নাগরিক ঐক্য, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, রাষ্ট্র সংস্কার আন্দোলন, জেএসডি এবং ভাসানী জনশক্তি পার্টি।
বুধবার রাজধানীর তোপখানা রোডে বাংলাদেশ রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান কার্যালয়ে বিএনপি এবং জামায়াতে ইসলামীর মধ্যে দূরত্ব কমানোর উপায় বের করতে বৈঠক করে এই ৯টি দল।
সংশ্লিষ্ট দলগুলোর সূত্রে জানা যায়, ৯টি রাজনৈতিক দল বিএনপি এবং জামায়াতের গতানুগতিক রাজনীতির বাইরে নতুন ধারা এবং তৃতীয় রাজনৈতিক শক্তি হিসেবে নিজেদের গড়ে তোলার চিন্তা-ভাবনা থেকে এই জোট গড়ার দিকে এগোচ্ছে।
(ওএস/এএস/নভেম্বর ০৭, ২০২৫)
