ঢাকা ক্যাপিটালসের জার্সিতে বিপিএল মাতাবেন তাসকিন
স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) নতুন আসরে এবার ঢাকা ক্যাপিটালসের হয়ে মাঠে নামছেন জাতীয় দলের তারকা পেসার তাসকিন আহমেদ। সরাসরি চুক্তির মাধ্যমে তাকে দলে ভিড়িয়েছে ফ্র্যাঞ্চাইজিটি।
বিসিবি ঘোষিত সূচি অনুযায়ী এবারের বিপিএলে অংশ নেবে পাঁচটি দল ঢাকা ক্যাপিটালস, চট্টগ্রাম রয়্যালস, রাজশাহী ওয়ারিয়র্স, রংপুর রাইডার্স এবং সিলেট টাইটান্স। দলগুলোর প্রস্তুতি ইতোমধ্যে শুরু হয়ে গেছে, ড্রাফটের আগেই অনেক ফ্র্যাঞ্চাইজি গুরুত্বপূর্ণ খেলোয়াড়দের সঙ্গে সরাসরি চুক্তি সম্পন্ন করছে।
ঢাকা ক্যাপিটালসও পিছিয়ে নেই। দলের পেস আক্রমণ শক্তিশালী করতেই তারা তাসকিনকে দলে নিয়েছে। জাতীয় দলের নির্ভরযোগ্য এই গতি তারকা আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এখন পর্যন্ত ৮৬ ম্যাচে ১০৬ উইকেট নিয়েছেন ২২.২১ গড়ে ও ৭.৭১ ইকোনমিতে।
এর আগে বিপিএলে ঢাকার অন্য ফ্র্যাঞ্চাইজির হয়ে খেললেও এবারই প্রথমবার ক্যাপিটালসের হয়ে মাঠে নামবেন তাসকিন। আগের আসরে ঢাকার বিপক্ষেই রাজশাহীর জার্সিতে দুর্দান্ত পারফরম্যান্স করে ৭ উইকেট শিকার করেছিলেন তিনি। এবার সেই ঢাকার হয়েই বিপিএলে আলো ছড়ানোর অপেক্ষায় আছেন এই পেস সেনসেশন।
(ওএস/এএস/নভেম্বর ০৭, ২০২৫)
