গোপালগঞ্জে ৩ বছরের শিশু ধর্ষণ মামলায় গ্রেপ্তার ১
গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জে ৩ বছরের শিশু ধর্ষণ মামলায় ১ জনকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (৪ নভেম্বর) গোপালগঞ্জ সদর উপজেলার পাইককান্দি ইউনিয়নের শশাবাড়িয়া গ্রামে শিশু ধর্ষণের ঘটনা ঘটে। ওই শিশুটি গোপালগঞ্জ আড়াইশ’বেড জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
এ ব্যাপারে শিশুর বাবা বাদি হয়ে গত ৪ নভেম্বর রাতে গোপালগঞ্জ সদর থানায় রোহান মোল্লা (১৫) তার খালু লুৎফুর রহমান (৫৭) ও খালা বিউটি বেগমকে (৪৫) আসামি করে একটি ধর্ষণ মামলা দায়ের করেন। মামলা দায়েরর পর গত বুধবার (৫ নভেম্বর) পুলিশ ধর্ষণ মামলার আসামি লুৎফুর রহমানকে গ্রেফতার করেছে। মামলার মূল অভিযুক্ত রোহান মোল্লা ও অপর আসামি বিউটি বেগম পলাতক রয়েছে। তাদের গ্রেপ্তারে পুলিশ অভিযান অব্যাহত রেখেছে।
গোপালগঞ্জ সদর উপজেলার গোপীনাথপুর পুলিশ ফাঁড়ির পরিদর্শক ও মামলার তদনতকারী কর্মকর্তা মোঃ মোমিনুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।
মামলার বরাত দিয়ে পুলিশের ওই কর্মকর্তা জানান, ঘটনার দিন দুপুর ১২ টার দিকে শিশুটি বাড়ির উঠানে খেলা করছিল। এসময় প্রতিবেশি রোহান মোল্লা শিশুটিকে ফুসলিয়ে ঘরে নিয়ে ধর্ষণ করে। শিশুর চিৎকারে তার মা ও প্রতিবেশিরা গিয়ে রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে। এ সময় রোহান পালিয়ে যেতে সক্ষম হয়। রোহান শশাবাড়িয়া গ্রামে তার খালু লুৎফুর রহমানের বাড়িতে থেকে মাদ্রাসায় পড়াশোনা করে।
ওই শিশুর মা অভিযোগ করে গণমাধ্যম কর্মীদের কাছে বলেন, আমার মেয়েকে ষড়যন্ত্র করে ঘরে নিয়ে ধর্ষণ করা হয়েছে। এ ঘটনায় রোহান, তার খালু লুৎফুর ও খালা বিউটি জড়িত রয়েছে। আমার ৩ বছরের মেয়ে ঠিকমতো কথা বলতে পারে না। আমার মেয়ের সাথে যে, জঘণ্য ঘটনা ঘটানো হয়েছে, আমি তার বিচার চাই।
গোপালগঞ্জ আড়াই শ’ বেড জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. জীবিতেষ বিশ্বাস বলেন, গত মঙ্গলবার দুপুরে শিশুটিকে হাসপাতালে ভর্তি করা হয়। এখানে তার চিকিৎসা চলছে। কয়েক দিনের চিকিৎসায় তার শারিরীক অবস্থা উন্নতি হয়েছে। শিশুটির ডাক্তারি পরিক্ষা সম্পন্ন হয়েছে বলেও জানান ওই স্বাস্থ্য কর্মকর্তা।
(টিবি/এএস/নভেম্বর ০৭, ২০২৫)
