বিকাশ স্বর্ণকার, সোনাতলা : বগুড়ার সোনাতলায় নানা আয়োজনের মধ্য দিয়ে দামোদর মাস পালিত হয়েছে। সরেজমিনে গিয়ে দেখা যায়, গত একমাস যাবত পৌরধীন সোনাতলা রাম নারায়ণ বিহানী কেন্দ্রীয় দুর্গা মন্দিরে সন্ধ্যায় আশপাশের এলাকা হতে আসা ভক্তদের উপস্থিত ছিলো লক্ষ্যনীয়। সন্ধ্যায় ভক্তরা মঙ্গল আরতি, প্রদিপ প্রজ্বলন, ভক্তিমুলক গান সহ রাতে কথা কীর্তন পরিবেশনে করতেন বিভিন্ন জায়গার বৈষ্ণবরা। যদিও আয়োজক কমিটি প্রতি রাতে ভক্তদের মাঝে প্রসাদ বিতরণ করেছেন। তবে এ আয়োজনে বিভিন্ন ব্যক্তিরা অংশগ্রহণ করেন। এর ফলে এই দামোদর মাসের ইতি ঘটে গতকাল ভোগ উৎসবের মধ্য দিয়ে। 

আয়োজক কমিটির সদস্যরা দামোদর মাস সম্পর্কে বলেন, দামোদর' শব্দের অর্থ হল "পেটের চারপাশে দড়ি দিয়ে বাঁধা"। কারণ ব্যাখ্যা করে বলেন, মা যশোদা দুষ্টুমি করার জন্য শ্রীকৃষ্ণের পেট দড়ি দিয়ে বেঁধে ছিলেন। 'দাম' শব্দের অর্থ (দড়ি) এবং 'উদর' শব্দের অর্থ (পেট) এই দুটি সংস্কৃত শব্দ থেকে এসেছে।

তারা এটিও জানান, দামোদর মাসে ভক্তিভরে ঘৃত বা তিলের তেল দিয়ে একটি কর্পূর-মিশ্রিত প্রদীপ ভগবানের উদ্দেশ্যে নিবেদন করলে মহাপূর্ন লাভ অর্জন হয়। আগত ভক্তদের মতে এই মাসে যেকোনো আধ্যাত্মিক কাজ গত মাসগুলোর চেয়েও হাজার গুণ বেশি ফলপ্রদ।

গৌতম সাহা বলেন, দামোদর মাসে (কার্তিক মাসে) নদীতে স্নান ও দান করলে বিশেষ পুণ্য লাভ হয়। শ্রীকৃষ্ণের প্রিয় এই মাসকে 'দামোদর মাস' বলা হয়। তার মতে এই মাসে ভগবান শ্রীকৃষ্ণ মা-যশোদা দড়িতে বাঁধা পরেছিলেন। এই কারণেই মুলত মাসটি শ্রীকৃষ্ণের কাছে অত্যন্ত প্রিয়।

রঞ্জন সাহা (প্রভু) বলেন, ভাগবত এবং স্কন্দ পুরাণ সহ অন্যান্য পুরাণ অনুসারে, দামোদর মাসে দেবতাদের উদ্দেশ্যে প্রদীপ নিবেদন করলে স্বাভাবিক আশীর্বাদের হাজার গুণ পুর্ন ফল লাভ হয়।

(বিএস/এসপি/নভেম্বর ০৭, ২০২৫)