সরদার শুকুর আহমেদ, বাগেরহাট : বাগেরহাটের শরণখোলা উপজেলায় একটি অন্তঃসত্ত্বা গাভী জবাই করে মাংস ও মাথা লুটে নিয়েছে দুর্বৃত্তরা। ফেলে রেখে যায় চামড়া ও নাড়িভুড়ি। বৃহস্পতিবার দিবাগত রাতে উপজেলার দক্ষিণ রাজাপুর গ্রামে ঘটেছে নির্মম এই ঘটনা। 

শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল্লাহ এ তথ্য নিশ্চিত করে জানান, উপজেলার দক্ষিণ রাজাপুর গ্রামের আবুল কালাম তালুকদার বৃহস্পতিবার রাতে বাড়ির গোয়াল ঘরে ৬ মাসের অন্তঃসত্ত্বা একটি গাভী বেঁধে রাতে ঘুমিয়ে পড়েন। সকালে উঠে দেখেন গোয়াল ঘরের তালা ভাঙা এবং প্রায় এক লাখ মূল্যের গাভীটি নেই। পরে খোঁজাখুঁজি করে বাড়ির পাশের একটি মাঠে চামড়া ও নাড়িভুড়ি পড়ে থাকতে দেখেন। দুর্বৃত্তরা গাভীটি জবাই করে তার মাংস ও মাথা নিয়ে গেছে। গাভীর মালিক এঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। গবাদিপশু চুরির ঘটনায় জড়িতদের খুঁজে বের করার চেষ্টা চলছে।

(এস/এসপি/নভেম্বর ০৭, ২০২৫)