দিলীপ চন্দ, ফরিদপুর : ফরিদপুরে যথাযোগ্য মর্যাদা ও নানা কর্মসূচির মধ্য দিয়ে ৭ নভেম্বর সিপাহী-জনতার বিপ্লবী অভ্যুত্থান দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে আজ শুক্রবার বিকেলে শহরের মহিম স্কুল মার্কেটের সামনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বিপ্লবী কর্নেল তাহের মঞ্চ ও বাংলাদেশ জাসদ ফরিদপুর জেলা শাখার উদ্যোগে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন জেলা জাসদের সভাপতি আশরাফ উদ্দিন তারার।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাসদ ফরিদপুর জেলা শাখার সাধারণ সম্পাদক নূর ইয়াহিয়া মিলন, সহ-সভাপতি আলী আকবর আকু, কৃষি বিষয়ক সম্পাদক মোঃ সাঈদ মেম্বার, শহর শাখার নেতা মোহাম্মদ আলী দেওয়ান, শহর শাখার সাধারণ সম্পাদক মোঃ শাহরিয়ার শাহীন, ১২ নং ওয়ার্ড শাখার সভাপতি মোঃ শহিদুল ইসলাম ঝড়ু, ৯ নং ওয়ার্ড শাখার সভাপতি মোঃ আনোয়ার শেখ এবং সাধারণ সম্পাদক রতন সরকার প্রমুখ।

সভায় বক্তারা বিপ্লবী নেতা কর্নেল তাহেরের জীবন ও কর্ম তুলে ধরে বলেন, ১৯৭৫ সালের ৭ নভেম্বর তার নেতৃত্বে সংঘটিত হয় সিপাহী-জনতার বিপ্লব। ঐ বিপ্লবে জাসদ, গণবাহিনী ও বিপ্লবী সৈনিক সংস্থার নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। বক্তারা অভিযোগ করেন, পরবর্তী সরকার বিপ্লবীদের বিনা বিচারে হত্যা করলেও এখনো পর্যন্ত সেই হত্যাকাণ্ডের বিচার সম্পন্ন হয়নি।

বক্তারা অবিলম্বে কর্নেল তাহেরসহ সকল বিপ্লবী শহিদদের হত্যাকাণ্ডের বিচার সম্পন্ন করার দাবি জানান। একইসঙ্গে তারা ১৯৭২ সালের সংবিধানের আলোকে দেশ পরিচালনা ও আসন্ন জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্যভাবে আয়োজনের দাবি জানান।

আলোচনা সভায় সংগঠনের জেলা ও শহর শাখার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

(ডিসি/এসপি/নভেম্বর ০৭, ২০২৫)