দিলীপ চন্দ, ফরিদপুর : ফরিদপুরে যথাযোগ্য মর্যাদায় ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে মহান বিপ্লব ও সংহতি দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে আজ শুক্রবার বিকেলে জেলা ও মহানগর বিএনপির যৌথ উদ্যোগে এক বর্ণাঢ্য শোভাযাত্রা ও সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

জেলা বিএনপির সদস্য সচিব একেএম কিবরিয়া স্বপনের সভাপতিত্বে শোভাযাত্রাটি শহরের সিভিল সার্জন সড়ক থেকে শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে গোলপুকুর ড্রিমসের সামনে এসে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর- ৩ (সদর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী নায়াব ইউসুফ।

এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আজম খান, রশিদুল ইসলাম লিটন, তানভীর চৌধুরী রুবেল, এডভোকেট গোলাম রব্বানী ভূঁইয়া রতন, মহানগর বিএনপির আহ্বায়ক এএফএম কাইয়ুম জঙ্গি, সদস্য সচিব গোলাম মোস্তফা মিরাজ, যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান মিনান ও আতাউর রশিদ বাচ্চু, আহ্বায়ক কমিটির সদস্য নিতাই রায়, জেলা যুবদলের সভাপতি রাজিব হোসেন, মহানগর যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি এম এম ইউসুফ, সাধারণ সম্পাদক আলী রেজওয়ান বিশ্বাস তরুন, কোতোয়ালি থানা বিএনপির সভাপতি চৌধুরী নাজমুল আলম রঞ্জন, কৃষক দলের সাধারণ সম্পাদক মুরাদ হোসেন প্রমুখ।

সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, বাংলাদেশের ইতিহাসে ১৯৭৫ সালের ৭ নভেম্বর সিপাহী-জনতার বিপ্লব একটি যুগান্তকারী ঘটনা। এটি ছিল আধিপত্যবামদবিরোধী জাতীয়তাবাদী রাজনীতির উত্থানের সূচনা।

বক্তারা আরও বলেন, ওই দিনে দেশপ্রেমে উদ্বুদ্ধ সিপাহী ও জনতা জাতীয় স্বাধীনতা সুরক্ষা এবং গণতন্ত্র পুনরুদ্ধারের শপথ নিয়ে রাজপথে নেমেছিল। একদলীয় বাকশালী শাসনব্যবস্থার বিরুদ্ধে জনগণের ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে মুক্ত করা হয়েছিল।ওআ বক্তারা শহীদ জিয়াউর রহমানের আদর্শে উজ্জীবিত হয়ে দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

এর আগে বিভিন্ন এলাকা থেকে মিছিল এসে শোভাযাত্রা ও সমাবেশস্থলে একত্রিত হয়।এ সময় অংশগ্রহণকারীরা বিএনপি প্রার্থী নায়াব ইউসুফ ও ধানের শীষের পক্ষে বিভিন্ন স্লোগান দিতে থাকেন।

(ডিসি/এসপি/নভেম্বর ০৭, ২০২৫)