নগরকান্দায় সাবেক ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান গ্রেপ্তার
নগরকান্দা প্রতিনিধি : ফরিদপুরের নগরকান্দা উপজেলার কোদালিয়া শহীদনগর ইউনিয়নের ছাগলদী বাজার এলাকা থেকে সাবেক ইউপি চেয়ারম্যান মো. মিজানুর রহমান মিজান (৪৫) কে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (৭ নভেম্বর) রাত ৮টার দিকে তাকে আটক করা হয়।
মিজানুর রহমান নগরকান্দা উপজেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক ও কোদালিয়া শহীদনগর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান। গত জাতীয় সংসদ নির্বাচনে তিনি ফরিদপুর-২ আসনে এক স্বতন্ত্র প্রার্থীর পক্ষে কাজ করেছেন বলে স্থানীয় সূত্রে জানা যায়।
এ বিষয়ে নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রেজাউল করিম জানান, ভাঙ্গা থানায় দায়ের করা ছাত্র-জনতার ওপর হামলার একটি মামলার প্রেক্ষিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারের পর আইনগত প্রক্রিয়া শেষে তাকে সংশ্লিষ্ট কোর্টে হস্তান্তর করা হবে বলে পুলিশ জানিয়েছে।
(পিবি/এএস/নভেম্বর ০৭, ২০২৫)
