বগুড়া প্রতিনিধি : আগামী শনিবার বগুড়ায় অর্ধ দিবস হরতাল ঘোষণা করেছে জেলা বিএনপি। বুধবার রাতে দলীয় কার্যালয়ে জেলা বিএনপির জরুরী সভায় সভাপতি ভিপি সাইফুল ইসলাম এ ঘোষণা প্রদান করেন। কারাবন্দি সদর থানা বিএনপির সভাপতি মাফতুন আহমেদ খান রুবেল, জেলা স্বেচ্ছাসেবকদলের সভাপতি মেহেদী হাসান হিমু, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক শাহাবুল আলম পিপলু, সিনিয়র সহ সভাপতি হাসানুজ্জামান পলাশ, স্বর্ণ শিল্পি শ্রমিক ইউনিয়ন সভাপতি জাকির হোসেন মিঠুর মুক্তির দাবীতে হরতাল ঘোষনা করা হয়।

এ সময় জেলা কমিটির সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন চান, ফজলুল বারী বেলাল, মাহবুবর রহমান বকুল, আহসানুল তৈয়ব জাকির, এম আর ইসলাম স্বাধীন, তাহা উদ্দিন নাহিন, তৌহিদুল আলম মামুন, সিপার আল বখতিয়ার, মাহমুদ শরীফ মিঠু সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। হরতাল ছাড়াও অন্যান্য কর্মসুচির মধ্যে রয়েছে বৃহস্পতিবার বিকেল ৩টায় জেলা শহরে বিক্ষোভ মিছিল, শুক্রবার বিকেলে জেলার ১২ উপজেলা এবং বগুড়া পৌরসভার ২১টি ওয়ার্ডে বিক্ষোভ মিছিল। এ সময়ের মধ্যে দাবী আদায় না হলে ২২ ডিসেম্বর জেলা বিএনপি কার্যালয়ে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হবে। ওই সভা থেকে ২৪ ডিসেম্বর থেকে লাগাতার কঠোর কর্মসূচী ঘোষণা করা হবে বলে জানানো হয়।

উল্লেখ্য যে, বগুড়া জেলা আওয়ামীলীগ অফিসের সামনে ককটেল বিস্ফোরনের ঘটনায় শহর আ’লীগের যুগ্ম-আহ্বায়ক সুলতান মাহমুদ খান রনিসহ ১০ নেতাকর্মি আহত হয়। এঘটনায় সুলতান মাহমুদ খান রনি বাদী হয়ে জেলা বিএনপির সভাপতি ভিপি সাইফুল ইসলাম, সাধারন সম্পাদক জয়নাল আবেদীন চাঁন সহ নেতাকর্মির বিরুদ্ধে মামলা দায়ের করেন। ওই মামলায় জেলা বিএনপির সভাপতি-সাধারন সম্পাদকসহ ৭ নেতা হাইকোর্ট থেকে ৪ সপ্তাহের আগাম জামিন নেন। হাইকোর্টের নির্দেশনা অনুযায়ি উল্লেখিত ৭ জন গত বৃহস্পতিবার নিম্ন আদালতে হাজির হয়ে জামিন প্রার্থনা করলে আদালত জেলা বিএনপির সভাপতি ভিপি সাইফুল ইসলাম ও সাধারন সম্পাদক জয়নাল আবেদীন চাঁনের জামিন মঞ্জুর করে অপর ৫ জনকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। জেলা বিএনপির দফতর সম্পাদক মাহফুজার রহমান রাজু জানান, কারাবিন্দ নেতাদের মুক্তির দাবীতে শনিবার বগুড়া জেলায় সকাল ৬টা থেকে দুপুর ২ টা পর্যন্ত হরতাল পালিত হবে।

(এএসবি/পি/ডিসেম্বর ১৭, ২০১৪)