স্টাফ রিপোর্টার : বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বাংলাদেশে নারী অধিকার প্রতিষ্ঠা ও ক্ষমতায়নে অনন্য ভূমিকা রেখেছেন। তিনি প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হয়ে রক্ষণশীল সমাজে নারীদের জন্য নতুন দিগন্ত উন্মোচন করেন। তার নেতৃত্বে নারী উন্নয়ন আইনি কাঠামোর বাইরে গিয়ে বাস্তবিক উন্নয়নে রূপ নেয়। নারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের কারণে জুলাই বিপ্লব সফল হয়েছে, তেমনি আপনাদের মাধ্যমেই এই অঞ্চলে ধানের শীষের ভোট বিপ্লব হবে।

কয়রা উপজেলা মহিলাদের নির্বাচনী সাংগঠনিক সভায় খুলনা-৬ আসনে বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী, জেলা বিএনপির সদস্য সচিব (ভারপ্রাপ্ত) এস এম মনিরুল হাসান বাপ্পী একথা বলেন।

৮ নভেম্বর (শনিবার) সকাল ১১টায় কয়রা উপজেলা বিএনপি অফিসে এ সভা অনুষ্ঠিত হয়।

এসময় তিনি আরও বলেন, বেগম খালেদা জিয়া বিনামূল্যে বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা আইন প্রণয়ন করেন এবং মেয়েদের জন্য দশম শ্রেণি পর্যন্ত বিনা বেতনে পড়াশোনার ব্যবস্থা করেন। আর্থিক দিক বিবেচনায় এনে ছাত্রীদের জন্য শিক্ষা উপবৃত্তি এবং শিক্ষার জন্য খাদ্য কর্মসূচি চালু করে শিক্ষাক্ষেত্রে অগ্রগতি নিশ্চিত করেন। আমি বিশ্বাস করি আপনাদের আন্তরিকতায় বিএনপির স্লোগান তৃণমূলে পৌঁছে দেয়ার মাধ্যমে সকল অপপ্রচারকারী সমাজ ও রাষ্ট্র থেকে বিতরিত হবে।কারণ নারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের কারণে জুলাই বিপ্লব সফল হয়েছে, তেমনি আপনাদের মাধ্যমেই এই অঞ্চলে ধানের শীষের ভোট বিপ্লব হবে।

কয়রা উপজেলা মহিলাদলের সহ-সভাপতি ফাতেমা খাতুনের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক রোজিনা আক্তারের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন মাওলানা গোলাম মোস্তফা, মাহফুজা খানম, রুবিনা আক্তার, জেসমিন আরা, নূরুননাহার, আয়েশা খাতুন, শাহানাজ পারভীন, পারভীন সুলতানা, মারুফা আক্তার, তাহরিমা সুলতানা প্রমুখ।

(ওএস/এএস/নভেম্বর ০৮, ২০২৫)