উৎসবমুখর আমেজে কাপ্তাইয়ে অনুষ্ঠিত হলো জোন কমান্ডার্স স্কলারশিপ
রিপন মারমা, কাপ্তাই : উৎসবমুখর আমেজে রাঙ্গামাটি কাপ্তাইয়ে অনুষ্ঠিত হলো দ্বিতীয় বারের মতো জোন কমান্ডার্স স্কলারশিপ- ২৫।
শনিবার (৮ নভেম্বর) কাপ্তাই ও পার্শ্ববর্তী এলাকার বিদ্যালয়গুলোর শিক্ষার্থীদের মাঝে জ্ঞানের আলো ছড়িয়ে দিতে ৩০৫ পদাতিক ব্রিগেডের তত্ত্বাবধানে বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক পরিচালিত কাপ্তাই 'শিশু নিকেতন স্কুল ' এর আয়োজনে" কাপ্তাই জোন ৩৮ বীরের" পরিচালনায় সকাল সাড়ে ৯ টা হতে পৌণে ১১ টা পর্যন্ত ১ ঘন্টা ৪৫ মিনিট ব্যাপি 'শিশু নিকেতন স্কুল, কাপ্তাই' এ "জোন কমান্ডার্স স্কলারশিপ অনুষ্ঠিত হয়।
এতে ৩ 'শত ৪০ জন শিক্ষার্থী অংশ নেন। কাপ্তাই শিশু নিকেতনের অধ্যক্ষ রেহানা আক্তার বলেন, “এতে কাপ্তাই, রাঙ্গুনিয়া উপজেলা সহ পার্শ্ববর্তী উপজেলার ২৮ টি প্রাথমিক বিদ্যালয় ও ১৩ টি মাধ্যমিক বিদ্যালয় এবং ২ টি মাদ্রাসা থেকে আগত তৃতীয় শ্রেণী হতে ৮ম শ্রেণীর সর্বমোট ৩ শত ৪০ জন পরীক্ষার্থী অংশ গ্রহণ করে।
তিনি আরও বলেন, তৃতীয় থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত 'ক বিভাগ' এবং ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত 'খ বিভাগে' অর্জিত নম্বরের ভিত্তিতে বিগত বছরের মতো ট্যালেন্টপুল ও সাধারণ গ্রেড ক্যাটাগরিতে বৃত্তি প্রদান করা হবে।
পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মাঝে ছিল প্রাণবন্ত প্রতিযোগিতার পরিবেশ এবং জ্ঞান অর্জনের উদ্দীপনা।এইসময় পরীক্ষা কেন্দ্রের বাইরে অবস্থানরত অভিভাবকরা এই আয়োজনের ভূয়সী প্রশংসা করেন। এদিকে বাংলাদেশ সেনাবাহিনী ৩৮ বীরের অধিনায়ক লেঃ কর্নেল নাজমুল কাদির শুভ, পিএসসি, এদিন সকাল সাড়ে ১০ টায় পরীক্ষা কেন্দ্র পরিদর্শনকালে বলেন, “কাপ্তাই ও এর পার্শ্ববর্তী এলাকায় শিক্ষার মান বাড়ানোর জন্য এবং প্রতিটি স্কুলের শিক্ষার্থীদের মধ্যে প্রতিযোগিতার মনোভাব গড়ে তোলার লক্ষ্যে এই স্কলারশিপ পরীক্ষার আয়োজন।”
পরিদর্শনকালে ৩৮ বীরের উপ অধিনায়ক মেজর মোহাম্মদ জিয়াউর রহমান এবং শিশু নিকেতন স্কুলের অধ্যক্ষ রেহানা আক্তারসহ জোনের পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।এদিকে পরীক্ষা কেন্দ্রের বাহিরে অপেক্ষামান অভিভাবক, শিক্ষক এবং কাপ্তাই উপজেলা পরিষদ এর সাবেক চেয়ারম্যান দিলদার হোসেন বলেন, এই আয়োজন সত্যিই প্রশংসার যোগ্য, আমরা আশা করছি এই উদ্যোগ অব্যাহত থাকবে।”
(আরএম/এএস/নভেম্বর ০৮, ২০২৫)
