নগরকান্দা প্রতিনিধি : ফরিদপুরের নগরকান্দায় পোড়াদিয়া ছৈয়দ আলী খান উচ্চ বিদ্যালয় মাঠে গতকাল শুক্রবার বিকালে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে ‘আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট ২০২৫।

স্থানীয় সর্বস্তরের জনগণের আয়োজনে অনুষ্ঠিত টুর্নামেন্টে ফুটবলপ্রেমী দর্শকদের ব্যাপক সমাগম লক্ষ্য করা গেছে।

অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর যুবদলের যুগ্ম আহ্বায়ক ও সরকারি বাংলা কলেজ ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আবুল হাসান টিটু। উদ্বোধন পর্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পোড়াদিয়া ছৈয়দ আলী খান উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আব্দুর রাজ্জাক।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, ক্রীড়া চর্চা তরুণ প্রজন্মকে সুস্থ রাখার পাশাপাশি মাদকাসক্তি, সন্ত্রাস-নৈরাজ্য ও অসামাজিক কর্মকাণ্ড থেকে দূরে রাখে। তাই নিয়মিত খেলাধুলার পরিবেশ নিশ্চিত করতে এ ধরনের টুর্নামেন্ট আয়োজন খুবই প্রশংসনীয়।

উদ্বোধনী পর্ব শেষে দিনব্যাপী প্রতিযোগিতার খেলা শুরু হয়। আয়োজকরা জানান,পোরাদিয়া বালিয়া একাদশ বনাম বড় নাউডুবি একাদশ টুর্নামেন্টজুড়ে স্থানীয় উপস্থিত ছিল মনোমুগ্ধকর। পরবর্তীতে বিজয়ীদের হাতে শ্রেনী ভেদে পুরস্কার বিতরণ করেন।

(পিবি/এসপি/নভেম্বর ০৮, ২০২৫)