জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে ধামরাইয়ে র্যালি
দীপক চন্দ্র পাল, ধামরাাই : জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে ধামর্ইা উপজেলা বিএনপির এমপি পদ প্রার্থী আলহ্বাজ তমিজ উদ্দিনের সর্মথনে গতকাল শুক্রবার সকাল দশটায় বিশাল এক র্যালি বের করেছে। র্যালিটি ধামরাই পৌরসভার বিভিন্ন পথ প্রদক্ষিন করে শান্তিপূর্ণভাবে ধামরাই উপজেলা চত্তরে এসে শেষ করে। র্যালিতে নারীদের উপস্থিতিও ছিল অনেক।
র্যালিতে অংশ নিতে ধামরাই উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে দলে দলে মিছিল নিয়ে এসে ধামরাই পৌর এলাকায় জড়ো হয়। এসময় ঢাকা আরিচা মহা সড়কে ও পৌর শহরের বিভিন্ন পথে ব্যাপক যানজটের সৃষ্টি হয়েছে।
(ডিসিপি/এসপি/নভেম্বর ০৮, ২০২৫)
