শ্রীনগর প্রতিনিধি : মুন্সীগঞ্জের শ্রীনগরে ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে মুন্সীগঞ্জ- ১ আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী শেখ মোহাম্মদ আব্দুল্লাহর নেতৃত্বে একটি বর্ণাঢ্য র্যালী করা হয়েছে।

গতকাল শুক্রবার বিকালে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা কর্মীরা খন্ড খন্ড মিছিল নিয়ে স্টেডিয়াম চত্বরে এসে উপস্থিত হয়। পরে র‌্যালি বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে ঢাকা ভাঙা এক্সপ্রেসওয়ের শ্রীনগর রেলওয়ে স্টেশনে এসে শেষ হয়।

র‌্যালি শেষে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন শ্রীনগর উপজেলা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম মৃধা, মুন্সীগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আব্দুল বাতেন খাঁন শামীম সাধারণ সম্পাদক এম হাফিজুল ইসলাম খাঁন প্রমুখ।

(এআই/এসপি/নভেম্বর ০৮, ২০২৫)