ঈশ্বরদী প্রতিনিধি : বিএনপির চেয়ারপার্সনের বিশেষ সহকারী এ্যাড. শামসুর রহমান শিমুল বিশ্বাস বলেছেন, ধানের শীষের বিজয় মানে এদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের বিজয়। ধানের শীষের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করে লাভ হবে না। আগামী নির্বাচনে ঐক্যবদ্ধ বিএনপি ভোট বিপ্লবের মাধ্যমে  মুনাফেকদের সকল চক্রান্তের দাঁত ভাঙা জবাব দিবে। 

শুক্রবার (৭ নভেম্বর) সন্ধ্যায় ঈশ্বরদীর দাশুড়িয়ায় জাতীয় বিপ্লব সংহতি দিবস উপলক্ষ্যে বিএনপি ও এর অঙ্গসংগঠন আয়োজিত কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, ১৯৭৫ সালে জিয়াউর রহমানের নেতৃত্বে, ৯০ সালে খালেদা জিয়ার নেতৃত্বে ও ২০২৪ সালে তারেক রহমানের নেতৃত্বে এদেশের স্বৈরাচার পতন হয়েছে। জিয়া পরিবার দুর্যোগে, দুর্দিনে, দু:সময়ে চিরদিনই এদেশকে মায়ের মত আগলে রেখেছে।

সভায় বিএনপি'র চেয়ারপার্সনের উপদেষ্টা ও পাবনা জেলা বিএনপির আহবায়ক হাবিবুর রহমান হাবিব বলেন, দেশনেতা তারেক রহমানের মুখে হাসি ফোটাতে, বেগম খালেদা জিয়ার চোখের পানি মুছে দিতে এবং জিয়াউর রহমানের সোনার বাংলাদেশ গড়তে আগামী নির্বাচনে ধানের শীষ কে বিপুল ভোটে বিজয়ী করতে হবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দাশুড়িয়া ইউনিয়ন বিএনপি'র সভাপতি আব্দুস সামাদ সুলভ মালিথা। সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক নাজমুল হাসান মকুল।

প্রধান বক্তা ছিলেন পাবনা জেলা বিএনপির সদস্য সচিব এ্যাড. মাকসুদুর রহমান মাসুদ খন্দকার। বিশেষ বক্তা ছিলেন, ঈশ্বরদী উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক চেয়ারম্যান শরিফুল ইসলাম তুহিন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, ঈশ্বরদী উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি রেজাউল করিম ভিপি শাহীন, ঈশ্বরদী উপজেলা যুবদলের সদস্য সচিব রফিকুল ইসলাম রকি, পাবনা জেলা ছাত্রদলের সহ সভাপতি রফিকুল ইসলাম নয়ন, সাধারন সম্পাদক কামরুজ্জামান প্রিন্স প্রমুখ।

পাবনা জেলা বিএনপি'র যুগ্ম আহবায়ক আব্দুস সামাদ খান মন্টু, যুগ্ম আহবায়ক আনিসুল হক বাবু, যুগ্ম আহবায়ক আবু ওবায়দা শেখ তুহিন, যুগ্ম আহবায়ক নুর মোহাম্মদ মাসুম বগা, সাবেক সদস্য সচিব সিদ্দিকুর রহমান সিদ্দীক, সাবেক সাংগঠনিক সম্পাদক মাহমুদুন্নবী স্বপন, জাতীয়তাবাদী কৃষক দল কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক ইউসুফ আলী মোল্লাসহ বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী এসময় উপস্থিত ছিলেন।

(এসকেকে/এসপি/নভেম্বর ০৮, ২০২৫)