ফুলপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে বিএনপির বর্ণাঢ্য র্যালি সমাবেশ
মোঃ শফিকুল ইসলাম, ফুলপুর : ময়মনসিংহের ফুলপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে বর্ণাঢ্য র্যালি ও সমাবেশ করেছে বিএনপি।
এ উপলক্ষে গতকাল শুক্রবার বিকালে ময়মনসিংহ উত্তর জেলা বিএনপি'র যুগ্ন আহ্বায়ক ময়মনসিংহ-২ (ফুলপুর-তারাকান্দা) আসনে ধানের শীষের মনোনীত প্রার্থী মোতাহার হোসেন তালুকদারের নেতৃত্বে বর্ণাঢ্য র্যালিটি পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে র্যালিটি ফুলপুর জোড়া ব্রিজে সমাবেশ করে।
এ সময় উপস্থিত ছিলেন ফুলপুর উপজেলা বিএনপির আহবায়ক আলহাজ্ব সিদ্দিকুর রহমান, সদস্য সচিব হেলাল উদ্দিন, পৌর বিএনপির আহ্বায়ক আমিনুল হক, সদস্য সচিব মাহবুবুর রহমান মোস্তফা, উপজেলা যুবদলের সভাপতি সানোয়ার হোসেন খান, যুবদল নেতা শাহজাহান সিরাজ, ময়মনসিংহ উত্তর জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক সুজা উদ্দিন, ফুলপুর উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান মনোয়ারা খাতুনসহ উপজেলা ও পৌর বিএনপির যুগ্ম আহ্বায়কবৃন্দ। এছাড়াও অনুষ্ঠানে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
(এসআই/এসপি/নভেম্বর ০৮, ২০২৫)
