কাপাসিয়ায় কৃতী শির্ক্ষাথীদের সংবর্ধনা
সঞ্জীব কুমার দাস, কাপাসিয়া : ব্রি. জেনারেল (অব:) আ.স.ম. হান্নান শাহ স্মৃতি ফাউন্ডেশনের আয়োজনে গাজীপুরের কাপাসিয়া উপজেলার এইচএসসি ও আলিম শির্ক্ষাথীদের বিশাল সংবর্ধনা দেয়া হয়।
আজ শনিবার সকালে কাপাসিয়ার মডিউল কনভেনশন সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা বিএনপির সদস্য ও কাপাসিয়া উপজেলা বিএনপির আহবায়ক শাহ রিয়াজুল হান্নান।
ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মো. মাজহারুল হকের সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাবেক বিচারপতি সুপ্রিম কোট আপিল বোর্ড, বিচার বিভাগ সংস্কার কমিশনের ও চেয়ারম্যান স্মৃতি ফাউন্ডেশনের সভাপতি আবু নাঈম মমিনুর রহমান।
প্রধান অতিথি শিক্ষার্থীদের উদ্দেশ্য বলেন, উচ্চ শিক্ষার পাশাপাশি কারিগরি শিক্ষার দিকে এগিয়ে যেতে
হবে, এ ফাউন্ডেশন মেধা শিক্ষার্থীদের যথার্থ মুল্লায়ন করেন থাকেন। তিনি বলেন, আপনারা উচ্চ শিক্ষায় শিক্ষিত হোন কিন্তু ওই শিক্ষায় শিক্ষত হয়ে মূর্খতা হবেন না।
তিনি আরো বলেন, উচ্চ শিক্ষায় শিক্ষিত নয় যদি এ শিক্ষা দেশ ও জাতির জন্য কাজে না লাগে। তিনি শিক্ষা জীবন শেষ করে নিজেদেরকে দেশ সেবায় এগিয়ে আসার আহব্বান জানান।
অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে আরো উপস্থিত ছিলেন, সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে
প্রফেসর এ কে এম মাজহারুল ইসলাম, পরীক্ষা নিয়ন্ত্রক মাধ্যামিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ময়মনসিংহ সৈয়দ ও সদস্য সচিব আন্ত শিক্ষাবোর্ড নিয়ন্ত্রক কমিট সৈয়দ আক্তারুজ্জামান ফরিদ, অধ্যক্ষ শহীদ তাজউদ্দীন আহমদ সরকারি কলেজ ও সভাপতি কাপাসিয়া প্রিন্সপাল এসোসিয়েশন অধ্যাপক মোহাম্মদ আপলাতুন, শহীদ তাজউদ্দীন আহমদ সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ, বিশিষ্ট শিক্ষানুরাগী আলহাজ্ব মো. মিজানুর রহমান, কাপাসিয়া উপজেলা বিএনপির সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা ও সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব খন্দকার আজিজুল রহমান পেরা, বিশিষ্ট শিল্পপতি ও উপজেলা বিএনপির সদস্য মোমতাজ উদ্দিন আহমেদ প্রমুখ।
অনুষ্ঠান শেষে কৃতী শিক্ষার্থীদের মাঝে স্মৃতি ফাউন্ডেশনের সার্টিফিকেট এককালীন বৃত্তি প্রদান করা হয়।
(এসকেডি/এসপি/নভেম্বর ০৮, ২০২৫)
