দিনাজপুরে মুক্তিযোদ্ধা সংসদের কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলকে সংবর্ধনা
শাহ্ আলম শাহী, দিনাজপুর : বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের নবগঠিত কমিটিকে সংবর্ধনা দিয়েছে দিনাজপুর জেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল।
আজ শনিবার সকালে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধাগণ একত্রিত হয়ে তাদের সহযোদ্ধাদের নতুন নেতৃত্বকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দিনাজপুর জেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা মোকসেদ আলী মঙ্গলিযা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা নঈম জাহাঙ্গীর।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা সাদেক আহমেদ খান। এছাড়াও উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা বিএনপি সভাপতি অ্যাডভোকেট মোফাজ্জল হোসেন দুলালসহ জেলা ও উপজেলা পর্যায়ের অসংখ্য বীর মুক্তিযোদ্ধা।
এর আগে দিনাজপুর ইনস্টিটিউট প্রাঙ্গণ থেকে মুক্তিযুদ্ধের গৌরবময় দিনাজপুরের উজ্জীবিত মুক্তিযোদ্ধাদের বর্ণাঢ্য র্যালি। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শিল্পকলা একাডেমি মিলনায়তনে এসে শেষ হয়।
পরে জাতীয় পতাকা ও মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের পতাকা উত্তোলনের মধ্য দিয়ে আনুষ্ঠানিকতার সূচনা করা হয়।
সংবর্ধনা অনুষ্ঠানে মুক্তিযুদ্ধের চেতনাকে আগামী প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়া এবং দেশপ্রেমে উদ্বুদ্ধ সমাজ গঠনের আহ্বান জানানো হয় বক্তাদের পক্ষ থেকে।
(এসএস/এসপি/নভেম্বর ০৮, ২০২৫)
