টুনিরহাট গোল্ডকাপ টুর্নামেন্টে চ্যাম্পিয়ন টুস্টার বোদা
স্টাফ রিপোর্টার, পঞ্চগড় : টুনিরহাট জুনিয়র ফুটবল একাডেমি আয়োজিত টুনিরহাট গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে ১-০ গোলে নওগাঁ ফুটবল উন্নয়ন একাডেমিকে পরাজিত করে চ্যাম্পিয়ন হবার গৌরব অর্জন করেছে টুস্টার বোদা উপজেলা ফুটবল একাডেমি। আজকের খেলায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পঞ্চগড় সদর থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল্লাহিল জামান।
গত ৭ সেপ্টেম্বর টুনিরহাট শহীদ জিয়াউর ডিগ্রী কলেজ মাঠে অনুষ্ঠিত টুর্নামেন্টের উদ্বোধন করেন পঞ্চগড় জেলা প্রশাসক মো:সাবেত আলী। কামাত কাজলদিঘী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ তোফায়েল প্রধান এর সভাপতিত্বে অনুষ্ঠিত টুর্নামেন্টে মোট ৮টিদল অংশ গ্রহণ করেছিল। টুর্নামেন্টের আহবায়ক মো. নুরুল ইসলাম নুরু।
উদ্বোধনী ম্যাচে খান ব্রাদার্স ফুটবল একাডেমির কাছে ২-০ গোলে পরাজিত হয়েছিল রাজশাহী কিশোর ফুটবল একাডেমি। দ্বিতীয় ম্যাচে ১-০ গোলে শেরপুর ফুটবল একাডেমি বগুড়াকে পরাজিত করে বিজয়ী হয়েছিল মিহির স্পোর্টিং ক্লাব-সৈয়দপুর। তৃতীয় ম্যাচে ২-০ গোলে লালমনিরহাট মর্নিংস্টার ফুটবল একাডেমিকে পরাজিত করে বিজয়ী হয়েছিল টুস্টার বোদা ফুটবল একাডেমি। চতুর্থ ম্যাচে জয় স্পোর্টিং ক্লাব-পীরগঞ্জকে ২-০ গোলে পরাজিত করে বিজয়ী হয়েছিল নওগাঁ ফুটবল উন্নয়ন একাডেমি। ফাইনাল ম্যাচের মধ্যমাঠ পরিচালনায় ছিলেন বাংলাদেশ রেফারিজ অ্যাসোসিয়েশনের পরিচালক টি আই সামি। সহকারি পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন ফরহাদ চৌধুরী ও ব্রজেন রায় ।মাঠে কয়েক হাজার ক্রীড়ামোদী দর্শক উপস্থিত ছিলেন।
(আরএআর/এসপি/নভেম্বর ০৮, ২০২৫)
