রূপক মুখার্জি, নড়াইল : নড়াইলের লোহাগড়া ইউনিয়নের ৪টি গ্রামে চোরের উপদ্রব থেকে বাঁচার জন্য সমাবেশ ও মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

আজ শনিবার বিকালের দিকে কালনা-লোহাগড়া-লাহুড়িয়া আঞ্চলিক সড়কের কাউড়িখোলা-কামঠানা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ সমাবেশ ও মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

লোহাগড়া ইউনিয়নের ৪টি গ্রামবাসীর আয়োজনে ঘন্টাব্যাপী সমাবেশ ও মানববন্ধন কর্মসূচিতে প্রায় দু'শ গ্রামবাসী অংশগ্রহণ করেন।

সমাবেশ ও মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন ইউপি সদস্য মো: রতন শেখ, ব্যবসায়ী ইমদাদুল হক শিপন, মো: ইলিয়াস শেখ, মো: হোসেনুর মোল্যা, হায়দার আলী, ইনামুল শেখ, মো: আজমল হোসেন, কৃষ্ণ সরকার তরুলতা সরকারসহ প্রমূখ।

মানববন্ধনে বক্তারা বলেন, লোহাগড়া ইউনিয়নের মোচড়া গ্রামের মৃত সরোয়ার শেখের দু'ছেলে যথাক্রমে আবু তাহের (২৯) ও হিজবুল্লাহ সাকিব (২৭) মোচড়া, কাউড়িখোলা, কামঠানাসহ আশে-পাশের এলাকায় দীর্ঘদিন ধরে চুরির সাথে জড়িত। সম্প্রতি এলাকার চিহ্নিত চোর হিজবুল্লাহ সাকিব কামঠানা গ্রামের গার্মেন্টস ব্যবসায়ী মানিক সরকারের বাড়িতে কৌশলে প্রবেশ করে চুরি করতে গেলে বাড়ির সদস্যরা চুরির ঘটনাটি টের পেয়ে গ্রামবাসীদের খবর দিলে গ্রামবাসী চোর হিজবুল্লাহ সাকিবকে ধরে উত্তম-মাধ্যম দিয়ে লোহাগড়া থানা পুলিশের নিকট সোপর্দ করে। বর্তমানে হিজবুল্লাহ সাকিব জেল-হাজতে রয়েছে।

এ ঘটনার পর চোর হিজবুল্লাহ সাকিবের মা জাহানারা বেগম গ্রামের চুরির ঘটনার প্রতিবাদকারী ৫ জনের নাম উল্লেখ করে নড়াইল পুলিশ সুপার বরাবর একটি অভিযোগ দাখিল করেছেন বলে বক্তারা অভিযোগ করেন।

বক্তরা অবিলম্বে নিরপেক্ষভাবে তদন্ত করে এই চিহ্নিত চোরদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানিয়েছেন।

(আরএম/এসপি/নভেম্বর ০৮, ২০২৫)