অনির্দিষ্টকালের জন্য প্রাথমিক শিক্ষকদের কর্মবিরতি ঘোষণা
স্টাফ রিপোর্টার : তিন দফা দাবি বাস্তবায়ন ও পুলিশের হামলার প্রতিবাদে রবিবার (০৯ নভেম্বর) থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থানের পাশাপাশি সারাদেশের সব প্রাথমিক বিদ্যালয়ে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি চলবে বলে জানিয়েছেন আন্দোলনকারী সহকারী শিক্ষকরা।
শনিবার (০৮ নভেম্বর) সন্ধ্যায় বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির সভাপতি মোহাম্মদ শামছুদ্দীন মাসুদ এ তথ্য জানিয়েছেন।
সকাল থেকে শহীদ মিনারে অবস্থানের পর বিকেলে শাহবাগে এলে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের ছত্রভঙ্গ করতে সাউন্ড গ্রেনেড ছুড়ে পুলিশ। এতে ছত্রভঙ্গ হয়ে পড়েছেন শিক্ষকরা। আহত হয়েছেন একাধিক শিক্ষক।
শিক্ষক নেতা মোহাম্মদ শামছুদ্দীন মাসুদ জানান, শতাধিক শিক্ষক আছেন। বেশিরভাগ বুলেটে এবং সাউন্ড গ্রেনেডের ক্লিংকার বিদ্ধ।
তিনি জানান, পাঁচজন শিক্ষককে আটক করে শাহবাগ থানায় নেওয়া হয়েছে।
সহকারী শিক্ষকদের তিন দফা দাবি হলো, ১০ম গ্রেডে বেতন নির্ধারণ, ১০ বছর ও ১৬ বছর পূর্তিতে উচ্চতর গ্রেড সমস্যার সমাধান ও শতভাগ বিভাগীয় পদোন্নতি।
(ওএস/এএস/নভেম্বর ০৯, ২০২৫)
