স্পোর্টস ডেস্ক : জেতা ম্যাচ আক্ষরিক অর্থেই হাতছাড়া হয়ে গেল বাংলাদেশ দলের। হংকং সিক্সেসের প্লেট ফাইনালে স্বাগতিকদের বিপক্ষে এক অবিশ্বাস্য হারের সাক্ষী হলো লাল-সবুজ শিবির। 

শেষ ওভারে জয়ের জন্য হংকংয়ের প্রয়োজন ছিল ৩০ রান, যা যেকোনো বোলারের জন্যই বেশ স্বস্তিদায়ক। কিন্তু বোলার আকবর আলীর করা সেই শেষ ওভারে ৫টি ছক্কা হাঁকিয়ে অসম্ভবকে সম্ভব করে ফেলেন আইজাজ খান। শেষ বলের ছক্কায় তিনি হংকংকে ১ উইকেটের নাটকীয় জয় এনে দেন।

মংককের মিশন রোড গ্রাউন্ডে অনুষ্ঠিত এই ফাইনালে টস জিতে বাংলাদেশকে আগে ব্যাটিংয়ে পাঠায় হংকং। ব্যাট করতে নেমে বাংলাদেশি ব্যাটারদের তাণ্ডবে নির্ধারিত ৫ ওভারে ৫ উইকেটে ১২০ রানের বিশাল পুঁজি পায় দল।

বিধ্বংসী ইনিংস খেলেন আকবর আলী। মাত্র ১১ বলে ফিফটি স্পর্শ করা আকবর শেষ পর্যন্ত ১৩ বলে ১ চার ও ৭ ছক্কায় ৫১ রানে অপরাজিত থাকেন। এছাড়া ওপেনার জিসান আলম ৭ বলে ২৭ এবং পেসার আবু হায়দার রনি ৮ বলে ২৮ রানের ঝড়ো ইনিংস খেলেন। হংকংয়ের পক্ষে নাসরুল্লাহ রানা ১৯ রানে ২ উইকেট নেন।

১২১ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই ভয়াবহ বিপর্যয়ে পড়েছিল হংকং। আবু হায়দার রনি প্রথম ওভারেই স্বাগতিক অধিনায়ক বাবর হায়াত ও আনশি রাথকে 'গোল্ডেন ডাক' (প্রথম বলেই আউট) উপহার দেন।

কিন্তু একাই ম্যাচের মোড় ঘুরিয়ে দেন আইজাজ খান। ২১ বলে ৪ চার ও ১১ ছক্কায় ৮৫ রানের এক অবিশ্বাস্য ইনিংস খেলে তিনি অপরাজিত থাকেন। তাকে কিছুটা সঙ্গ দেন নিজাকাত খান (১০ বলে ২৮ রান)। আবু হায়দার একাই ২২ রান দিয়ে ৪ উইকেট শিকার করলেও অন্য প্রান্তে আইজাজকে থামানোর কেউ ছিল না।

ম্যাচের নায়ক হতে পারতেন আকবর আলী। ব্যাটিংয়ে তাণ্ডব চালানোর পর আগের ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে শেষ ওভারে দারুণ বোলিংও করেছিলেন তিনি। কিন্তু এই গুরুত্বপূর্ণ ফাইনালে শেষ ওভারে ৩০ রান ডিফেন্ড করতে এসে ৫টি ছক্কা হজম করে তিনি খলনায়কে পরিণত হন, আর বাংলাদেশের নিশ্চিত জয় হাতছাড়া হয়ে যায়।

(ওএস/এএস/নভেম্বর ০৯, ২০২৫)