ফুলপুর (ময়মনসিংহ) প্রতিনিধি : ময়মনসিংহের ফুলপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বর্ণাঢ্য রেলি ও সমাবেশ করেছে কৃষক দল। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কৃষক দলের সহ-সভাপতি সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা এডভোকেট আবুল বাশার আকন্দ। শনিবার বিকালে বর্ণাঢ্য রেলিটি পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে রেলিটি ফুলপুর বাসস্ট্যান্ডে গিয়ে সমাবেশ করে।

সমাবেশে বক্তারা বলেন, সাধারণ মানুষের দাবী ময়মনসিংহ-২ (ফুলপুর-তারাকান্দা) আসনে প্রাথমিক ঘোষিত ব্যক্তিকে দিয়ে ধানের শীষের বিজয় সম্ভব নয়। পুনরায় প্রার্থী বিবেচনার জন্য কেন্দ্রীয় বিএনপি'র প্রতি জোর দাবি জানান তারা।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষক দলের সভাপতি শফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক খলিলুর রহমান, উপজেলা বিএনপির সাবেক সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন, পৌর কৃষক দলের সভাপতি আব্দুল্লাহ আল ইল্লাল, সাধারণ সম্পাদক আবুল হাসান মানিক, ৮ নং পৌর ওয়ার্ড কৃষক দলের সাধারণ সম্পাদক আব্দুর রশিদ, কৃষক দলনেতা আনোয়ার হোসেন প্রমুখ।

এছাড়াও অনুষ্ঠানে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

(এআই/এএস/নভেম্বর ০৯, ২০২৫)