নগরকান্দা প্রতিনিধি : ফরিদপুরের নগরকান্দা উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা কর্মবিরতি পালনের প্রস্তুতি নিচ্ছেন। সহকারী শিক্ষকদের বিভিন্ন দাবি-দাওয়া বাস্তবায়নের দাবিতে কর্মবিরতির আহ্বান জানিয়েছেন শিক্ষক নেতা মোঃ কামরুজ্জামান মোল্লা।

মোঃ কামরুজ্জামান মোল্লা জানান, দীর্ঘদিন ধরে সহকারী শিক্ষকরা নানা সমস্যার মধ্যে রয়েছেন। তাদের ন্যায্য দাবি ও মর্যাদা প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ উদ্যোগ প্রয়োজন। তিনি সহকর্মী শিক্ষকদের কর্মবিরতিতে অংশগ্রহণের আহ্বান জানান।

তিনি বলেন, “সহকারী শিক্ষকদের ঐক্যই পারে তাদের অধিকার আদায় করতে। তাই সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।”

অন্যদিকে, তার এই আহ্বানের পর নগরকান্দার বেশ কয়েকটি বিদ্যালয়ে সহকারী শিক্ষকদের প্রস্তুতি নিতে দেখা গেছে বলে জানা গেছে। অনেক শিক্ষকই এটিকে সহকর্মীদের পেশাগত দাবির পক্ষে অবস্থান নেওয়ার একটি উদ্যোগ হিসেবে দেখছেন।

তবে প্রশাসনের পক্ষ থেকে এ বিষয়ে এখনো কোনও আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি।

(পিবি/এএস/নভেম্বর ০৯, ২০২৫)