প্রবাসে যাওয়া হলোনা রাজীবের
আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল : তিন মাস আগে ব্রুনাই থেকে ছুটিতে এসেছিলেন বরিশালের গৌরনদীর যুবক রাজীব হোসেন (৩২)। নয়দিন পর (১৮ নভেম্বর) ব্রুনাই পাড়ি জমানোর কথা ছিলো তার। তবে প্রবাসে যেতে না পারলেও বিদ্যুৎস্পর্শে নিহত হয়ে পাড়ি জমিয়েছেন পরপারে। নিহত রাজীব উপজেলার আশোকাঠী গ্রামের মালেক সরদারের ছেলে।
স্থানীয়রা জানিয়েছেন, রবিবার সকালে শখের বসে মাছ ধরার জন্য মোটর দিয়ে পুকুর সেচ দিচ্ছিলেন রাজীব। এসময় অসাবধানতাবশত বিদ্যুৎস্পর্শ হয়ে গুরুতর আহত হয় সে। তাকে উদ্ধার করে উপজেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত্যু বলে ঘোষণা করেন।
তথ্যের সত্যতা নিশ্চিত করে হাসপাতালের চিকিৎসক টিপু সুলতান জানিয়েছেন, ওই যুবককে মৃত অবস্থায় নিয়ে আসা হয়েছিলো। মৃত্যু নিশ্চিতের পর পরিবারের স্বজন তাকে নিয়ে গেছেন।
গৌরনদী মডেল থানার ওসি মো. তরিকুল ইসলাম জানিয়েছেন, বিষয়টি আমার জানা নেই। তবে এবিষয়ে কোন অভিযোগ পেলে তদন্ত করা হবে।
(টিবি/এসপি/নভেম্বর ০৯, ২০২৫)
