ঠাকুরগাঁও প্রতিনিধি : এ সরকারের পেছনে জনগণ নেই, তাই তারা জনগণের দুঃখ কষ্ট বোঝেনা। বিএনপি ক্ষমতায় গেলে কৃষকদের ন্যায দামের ব্যবস্থা করা হবে, ফ্যামিলি কার্ড করা হবে। এ সরকার জনগণের কথা বোঝেনা বলেই কৃষক আজ তাদের উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য পায়না বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচীব মির্জা ফখরুল ইসলআম আলমগীর।

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের লক্ষ্যে নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে আজ রবিবার দুপুরে মির্জা আলমগীরের নিজ নির্বাচনী জেলা ঠাকুরগাঁওয়ের জগন্নাথপুর ইউনিয়ন বিএনপির আয়োজনে দৌলতপুর বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে মতবিনিময় সভায় এসব মন্তব্য করেন তিনি।

গণভোট হবে নির্বাচনের দিনে উচ্চারন করে মির্জা আলমগীর বলেন, দেশে যত সংকট দেখছেন সব তৈরী করা আর নাটক। জনগণ এসব বুঝেনা। তারা শুধু ভোট দিতে চায়। গণভোট-সনদ কি? এসব জনগণ বোঝেনা। গণভোট হবে নির্বাচনের দিনেই। সব সংস্কারে আমরা রাজি আছি, যা রাজি হবনা তা সংসদে গিয়ে পাস হবে।

গণহত্যা ও গণ অভ্যুত্থান বিষয়ে মির্জা আলমগীর বলেন, ৭১ সালেও গণহত্যা হয়েছে, ২০২৪ সালেও গণহত্যা হয়েছে। পার্থক্য হলো, সেসময় পশ্চিম পাকিস্থানীরা আমাদের ওপর গণহত্যা চালিয়েছে আর এবার আমার দেশের ফ্যাসিস্ট নেতারাই আমাদের ওপর, আমাদের সন্তানদের ওপর গণহত্যা চালিয়েছে।

জামায়াত ও নিজের শেষ নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, জামায়াতের দাঁড়িপাল্লা আপনারা চেনেন। দাঁড়িপাল্লাও এখানে নির্বাচন করছে। বিগত সময়ে আমরা কি করেছি আর তারা কি করেছে এটা বিবেচনা করে ধানের শীষ আর দাঁড়িপাল্লার মধ্যে আপনাদেরকে বেছে নিতে হবে। এটা আমার শেষ নির্বাচন। নির্বাচন করার সময় শক্তি থাকবেনা। আমার শেষ নির্বাচনে ধানের শীষে ভোট দিয়ে সহযোগিতা করবেন আপনারা।

এসময় জেলা বিএনপির সাধারন সম্পাদক পয়গাম আলী, অর্থ বিষয়ক সম্পাদক শরিফুল ইসলাম,সদর সভাপতি আব্দুল হামিদসহ দলটির নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

(এফআর/এসপি/নভেম্বর ০৯, ২০২৫)