কাপ্তাইয়ে কুকিমারা ধাম্মাসুখা বৌদ্ধ বিহারে মহাসংঘদান অনুষ্ঠিত
রিপন মারমা, রাঙ্গামাটি : রাঙ্গামাটি কাপ্তাই উপজেলার ওয়াগ্গা ইউনিয়নের কইংমারোওয়া (কুকিমারা) ধাম্মাসুখা বৌদ্ধ বিহার মাঠ প্রাঙ্গণে অষ্টপরিস্কারসহ মহাসংঘদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
আজ রবিবার প্রয়াতা দঃ মাসুইচিং মারমা’র পারলৌকিক সদ্গতি কামনায় তাঁর জ্যেষ্ঠ পুত্র উঃ ঞানাওয়াইন্সা মহাথের, ভাই–বোন, পরিবার, নাতি–নাতনি ও জ্ঞাতি-বর্গের আয়োজনে দিনব্যাপী বুদ্ধ প্রতিবিম্ব জীবন্যাস, অষ্টপরিস্কার দান, মহাসংঘদান, কল্পতরু দান, পিণ্ডদানসহ নানাবিধ দান কর্ম, ধ্বজ্জ উত্তোলন, আকাশ প্রদীপ প্রজ্জ্বলন, পুন্যানুষ্ঠান ও পবিত্র ধর্মসভা অনুষ্ঠিত হয়।
ধর্মসভায় ধর্মগোদা মঙ্গলসুখ বৌদ্ধ বিহারের বিহারাধ্যক্ষ ঞানাওয়াইন্সা মহাথের সঞ্চালনায় দেবতাছড়ি মহাজনপাড়া বৌদ্ধ বিহারের বিহারাধ্যক্ষ ভদন্ত ক্ষেমিন্দা মহাথের সভাপতিত্বে অষ্ট-উপকরণসহ সংঘদান, সূত্রপাঠ ও পুণ্যপত্তিদান সম্পন্ন হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজনিকায় মার্গে ৬ষ্ঠ মহাসংঘনায়ক, ঐতিহ্যবাহী চিৎমরম বৌদ্ধ বিহারের পূজনীয় বিহারাধ্যক্ষ ভদন্ত পামোক্ষা মহাথেরো। প্রধান স্বধর্মদেশক হিসেবে উপস্থিত ছিলেন, ব্যাঙছড়ি জয়মঙ্গল বৌদ্ধ বিহার বিহারাধ্যক্ষ ভদন্ত সনাসীরি মহাথের। এই মহাসংঘদান অনুষ্ঠানে পঞ্চশীল গ্রহণ, সংঘদান, বুদ্ধমূর্তি দান এবং ধর্মীয় সংগীত পরিবেশন করা হয়। একই সঙ্গে দেশের সকল প্রাণীর সুখ ও মঙ্গল কামনায় বিশেষ প্রার্থনা করা হয় এবং ধর্মসভা অনুষ্ঠিত হয়। এর আগে পুণ্যার্থীদের উদ্দেশ্যে পঞ্চশীল প্রদান করেন চিৎমরম বৌদ্ধ বিহারের বিহারাধ্যক্ষ ভদন্ত পামোক্ষা মহাথেরো। সংঘদান অনুষ্ঠান শেষে মহান পূজনীয় ভিক্ষুসংঘ, অতিথি ও জ্ঞাতী স্বজন মধ্যান্ন ভোজন গ্রহণ করেন।
শতাধিক ভিক্ষুর উপস্থিতিতে অনুষ্ঠানে কাপ্তাই উপজেলার মানুষ ছাড়াও রাঙামাটির বিভিন্ন এলাকা থেকে হাজারো পুণ্যার্থী অংশগ্রহণ করেন। আয়োজকরা জানান, এই দিনে সন্ধ্যায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও মধ্য রাতে মারমা ঐতিহ্যবাহী পাংখু অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য, প্রয়াতা দঃ মাসুইচিং মারমা গত ২৩ অক্টোবর পরলোকগমন করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৫ বছর।
(এসকেকে/এসপি/নভেম্বর ০৯, ২০২৫)
