সরদার শুকুর আহমেদ, বাগেরহাট : বাগেরহাটে নতুন জেলা প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন বিসিএস ২৮ ব্যাচের কর্মকর্তা গোলাম মো. বাতেন। এর আগে তিনি ফেনির স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক (উপসচিব) ছিলেন। শনিবার (৮ নভেম্বর) মধ্যরাতে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব আমিনুল ইসলাম স্বাক্ষরিত জারি করা প্রজ্ঞাপনে এই বদলি আদেশ দেওয়া হয়। এই আদেশের মাধ্যমে তিনি বাগেরহাটের ২৪তম জেলা প্রশাসক হিসেবে নিয়োগ পেলেন। 

একই প্রজ্ঞাপনের মাধ্যমে বাগেরহাটের জেলা প্রশাসক আহমেদ কামরুল হাসানকে নোয়াখালীর জেলা প্রশাসক হিসেবে পদায়ন করা হয়েছে।

বাগেরহাটের নতুন জেলা প্রশাসক গোলাম মো. বাতেন এর আগে ফেনির স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক (উপসচিব), বিভিন্ন স্থানে সহকারি কমিশনার (ভূমি), উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ মাঠ প্রশাসনের বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন।

(এস/এসপি/নভেম্বর ০৯, ২০২৫)